Incinerated in the terrible fire
আরও পড়ুন ঃ–মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের পলাতক এক আসামী ধরা পড়ল বীজপুর এলাকায়
শুভম সিং: গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত হয়ে গেল ৪ টি বসতিবাড়ি।বুধবার রাত সাড়ে ৩টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-মেদিনীপুর রাজ্য সড়কের নবরূপ ক্লাব সংলগ্ন এগরা পুরসভার ৭নং ওয়ার্ডের ডোম পাড়া এলাকায়।তবে এই ঘটনার খবর পেয়ে এগরা দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলে ঘন্টাখানেকের চেষ্টায় পুড়ে ছাই হয়ে যাওয়া বাড়িগুলির আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভয়াবহ অগ্নিকান্ডের জেরে প্রায় ৪ টি বসতি বাড়ি ভষ্মীভূত হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গতকাল রাত প্রায় ৩টা নাগাদ হঠাৎ করে এক ব্যক্তি তার বাড়িতে ঘুমোনোর সময় তার গায়ে আগুনের আঁচ লাগে।তখনই ওই ব্যক্তি চিৎকার করতে সকলেই তড়িঘড়ি করে সবাই বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসি। এরপর ঘন্টাখানেকের মধ্যে ভষ্মীভূত হয়ে যায় ৪ টী বসতি বাড়ি।ফলে ওই বসতি বাড়িতে থাকা আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও শিশুদের বই পত্র, টাকা সহ একাধিক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।ফলে সমস্ত পরিবারগুলি রাতারাতি পথে এসে বসেছে। এই পরিস্থিতিতে কড়া ঠান্ডায় কিভাবে তাঁরা পরিবার নিয়ে কাটাবেন, কোথায় থাকবেন তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।তবে এই ঘটনার খবর পাওয়া মাত্রই তাদের পাশে এসে দাঁড়িয়েছেন পুরপ্রশাসন ও এলাকার জনপ্রতিনিরা।
পাশাপাশি এদিন ভগবানপুর১ব্লকের স্টেট ব্যাঙ্ক সংলগ্ন এলাকার একটি রুটি বেকারি আগুনে পুড়ে ভষ্মীভূত যায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন বেকারিতে রুটি তৈরি হওয়ার সময় হঠাৎ বেকারির মধ্যে আগুন দেখতে পায় একজন কর্মী।এরপর ঘটনাটি তার নজরে আসতেই তিনি বেকারি থেকে রাস্তায় বেরিয়ে আসে।এরপর আগুনে পুড়ে ছাই হয়ে যায় গোটা বেকারি।তবে এই ঘটনার খবর পেয়ে এগরা দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে এগরা দমকলবাহিনীর ওসি নিমাই ব্যানার্জি বলেন,এগরার ৭নং ওয়ার্ডে বাড়িতে আগুন ও ভগবানপুরে বেকারিতে আগুন লাগার ঘটনাটি আমাদের কাছে এসে পৌঁছানো মাত্রই আমরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে বসতি বাড়ি ও ভগবানপুরে রুটি বেকারিতে আগুন নিভিয়েছি।তবে রুটি বেকারি ও বাড়ি গুলিতে কিভাবে আগুন লাগলো তা এখনও জানা সম্ভব হয়নি ।তবে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।তবে এই দুই জায়গায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Incinerated in the terrible fire
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore