Home » Shootout in Jhargram : ঝাড়গ্রামে প্রকাশ্যে শুটআউট! ‘মাওবাদী যোগ নেই’ জানাল পুলিশ

Shootout in Jhargram : ঝাড়গ্রামে প্রকাশ্যে শুটআউট! ‘মাওবাদী যোগ নেই’ জানাল পুলিশ

by Biplabi Sabyasachi
0 comments

Public shootout in Jhargram! “There is no Maoist presence,” police said

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দিনে দুপুরে ঝাড়গ্রামে চলল গুলি। সন্দেহর তির মাওবাদীদের দিকে। ঝাড়গ্রামের ৬নং জাতীয় সড়ক এর উপর চন্দ্রী এলাকায় প্রকাশ্যে দুজন বাইকে করে এসে সুদিপ মহাপাত্র নামে এক যুবক কে খুব কাছ থেকে গুলি করে তার মোবাইল ও বাইক ছিনতাই করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রের খবর, সুদীপ বাবু স্থানীয় একজন রেশন ডিলারের ভাইপো৷ এ দিন দুপুরে ৬ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে মোটরবাইকে করে যাওয়ার সময় অন্য একটি বাইকে করে তাঁকে তাড়া করে দুই দুষ্কৃতী৷ খুব কাছ থেকে সুদীপ মহাপাত্রকে গুলি করে তারা৷ গুলি লাগে সুদীপের শরীরের পিছন দিকে৷ সুদীপ মাটিতে পড়ে যেতেই তাঁর বাইক ও মোবাইল ফোন নিয়ে পালায় দু’ জন৷ সম্প্রতি গোয়েন্দা দের কাছে খবর ছিল মাওবাদীরা বিভিন্ন অপারেশন এর জন্য বাইক ছিনতাই করতে পারে।কোনো নাশকতার কাজে ব্যাবহার করা হবে সেই বাইক।

নিজস্ব চিত্র

এক্ষেত্রে ও সে রকম ঘটনা ঘটায় মাওবাদী যোগের তত্ব সামনে আসছে। কারন সচরাচর ছিনতাইকারিরা চুরি করতে গেলে গুলি চালিয়ে বাইক চুরি করে না। আতঙ্ক ছড়াতেই এই কাজ বলে সন্দেহ পুলিশের ।ঝাড়গ্রামের এসপি বিশ্বজিৎ ঘোষ জানান আদিবাসী কাস্টে বিয়ে সংক্রান্ত ঝামেলার জেরেই এই ঘটনা। যদিও এসপির এই বক্তব্য তীব্রভাবে প্রত্যাক্ষান করে আহত ব্যাক্তির দাদা। তিনি বলেন এরকম কোনো পারিবারিক সমস্যা নেই। এসপি কেনো বলছেন জানিনা। মুন্ডা সমাজের মেয়ে কে ভাই বিয়ে করে। দুই পরিবারের সাথে এরকম কোনো সমস্যা নেই।

Shootout in Jhargram

জঙ্গল মহলে অন্যান্য জাতির বিয়ে হয়ে থাকে। তাদের ধারনা মাওবাদীরাই এই ঘটনা ঘটাতে পারে। তারা কোনো নাশকতার জন্য বাইক সংগ্রহ করছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী করতে এই ঘটনা ঘটিয়েছে। এদিকে তৃনমূল নেতাদের হুশিয়ারী দিয়ে ফের মাওবাদীদের নাম করে পোষ্টার পড়েছে ।’এতদিন তৃণমূল খেলেছে জনগনের সাথে। এবার মাওবাদী খেলবে তৃনমূল নেতাদের সাথে।’ মানিকপাড়া স্টেশন এবং বাজারে আজ সকালে এই পোষ্টার গুলি দেখতে পায় এলাকাবাসী। তারপরেই পুলিশ এসে পোষ্টার গুলি তুলে নিয়ে যায়।

মানিকপাড়া তৎকালীন সময়ে মাওবাদীদের শক্তঘাটি ছিলো। জ্ঞানেশ্বরীর মতো ঘটনাও ঘটেছিলো এখানে। ফের মাওবাদীদের পোষ্টারে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েকদিন যাবৎ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় মাওবাদীদের নাম করে দুর্নিতীগ্রস্ত নেতাদের হুশিয়ারি দিয়ে পোষ্টার পাওয়া যায়। বর্তমানে পুলিশের নির্দেশে বিকেলের পর বাড়ি থেকে বেরোনো বন্ধ করেছে বেশীরভাগ নেতা। প্রায় সমস্ত তৃনমূলের পার্টি অফিস বন্ধ থাকে বিকেলের পর। তার পর আজ ফের মানিকপাড়া এলাকায় মাওবাদীদের নামাঙ্কিত পোষ্টারে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Shootout in Jhargram

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.