Procession of teachers’ association demanding reopen of school in West Midnapore
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : স্কুলে অবিলম্বে পঠনপাঠন চালু, মিড ডে মিলে পুষ্টিগুণসম্পন্ন খাদ্যসামগ্রী প্রদান, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবি জানিয়ে ১৩ তম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলনের হল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির। রবিবার কেশিয়াড়ী রজনীকান্ত প্রাথমিক বিদ্যালয়ে সম্মেলনের আয়োজন ছিল। একটি মিছিল কেশিয়াড়ী বাজার এলাকা ঘুরে।
আরও পড়ুন:- দীঘায় সি-বিচে বসানো হচ্ছে সিসি ক্যামেরা, প্রতিনিয়ত নজরদারিতে প্রশাসন
আরও পড়ুন:- হাওড়া, পুরুলিয়া, দিঘা, শালিমার-সহ বিভিন্ন জায়গা থেকে ২৪ ট্রেন বাতিল রেলের
প্রাথমিক স্তরে পঠনপাঠন চালু, উৎসশ্রী পোর্টালের সরলীকরণ করে শিক্ষকবদলী সম্পূর্ণ করা, সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের দাবি জানিয়ে প্লাকার্ড হাতে পথ হাঁটেন শিক্ষকরা। সংগঠনের দাবি, দু’বছর স্কুলে ছাত্র ছাত্রীদের ক্লাস বন্ধ। ফলে স্কুলছুটের সংখ্যা বেড়ে গিয়ে ছাত্র ছাত্রীরা মানসিক অবসাদে ভুগছে। সবকিছু খোলা থাকলেও প্রাথমিক স্কুল খোলায় বাধা কোথায় সেই প্রশ্ন তোলা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
School Reopen
আরও পড়ুন:- মেদিনীপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন প্রৌঢ়, উদ্ধার করলেন দুই মহিলা পুলিশ
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুর জেলা দাপাচ্ছে ৫০ টি হাতি, ক্ষতি আলু ও সদ্য রোয়া ধানের চারার
আরও পড়ুন:- খড়্গপুরে অবৈধ টোটোর দৌরাত্ম্য, প্রতিবাদে বোগদা স্টেশন ও গোলবাজারে অবরোধ অটো চালকদের
সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা বলেন, করোনার অজুহাতে দেশের সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র ও রাজ্য সরকার। অপরদিকে পাড়ায় শিক্ষালয় চালু একটি প্রহসন বলে অভিযোগ করেন তিনি। সম্মেলনে দীপঙ্কর মাইতিকে সভাপতি ও প্রতাপ পন্ডাকে জেলা সম্পাদক করে ৩৫ জনের কমিটি গঠন করা হয়েছে। এদিন উপস্থিত ছিলেন, সংগঠনের রাজ্য সম্পাদক আনন্দ হান্ডা, মেঘনাথ খামরুই, পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা বাঁচাও কমিটির সম্পাদক তপন দাস।
আরও পড়ুন:- নয়াচরে মেশিন দিয়ে ভেড়ির মাটি কাটায় বাধা পুলিশের, জেলাশাসকের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন মৎস্যজীবীদের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
School Reopen
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore