Home » Maoist Poster : তৃণমূল নেতাদের সাথে খেলা হবে! এবং পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিনপুরে মাওবাদী পোস্টার উদ্ধার

Maoist Poster : তৃণমূল নেতাদের সাথে খেলা হবে! এবং পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিনপুরে মাওবাদী পোস্টার উদ্ধার

by Biplabi Sabyasachi
0 comments

Poster bearing the Maoist name were recovered in Narayanpur of Binpur and Sebayatan area of Jhargram. The Central Intelligence Agency has warned the state that the Maoists could carry out a major sabotage operation at any time.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফের বিনপুরের নারায়ণপুর ও ঝাড়গ্রামের সেবায়তন এলাকায় উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার । কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর রাজ্যকে সতর্ক করেছে মাওবাদীরা যেকোনো সময় বড় ধরনের নাশকতার ঘটনা ঘটাতে পারে। তাই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের সতর্কতা পেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে জঙ্গলমহলের প্রতিটি এলাকায় হাই এলার্ট জারি করা হয়েছে। বিভিন্ন এলাকায় চলছে নাকা চেকিং। তারই মধ্যে বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনা ঘটছে।

আরও পড়ুন:- চন্দ্রকোনারোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গৃহশিক্ষকের মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

Maoist Poster
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- দাসপুরে পাখি শিকার, নড়েচড়ে বসল বনদফতর! এলাকা পরিদর্শন আধিকারিকদের

সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার নারায়নপুর বিরসা মোড়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পায় এলাকার বাসিন্দারা। ওই এলাকায় দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়াররা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। ওই পোস্টারে লেখা রয়েছে ২০১০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তৃণমূল নেতাদের সাথে খেলা হবে। সেইসঙ্গে পুলিশকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা ওই পোস্টার এর শেষে লেখা রয়েছে মাওবাদী সিপিআই।

Maoist Poster

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে ৪ মাস কাজের পরেও অমিল একশো দিনের মজুরি, ক্ষোভ দিনমজুরদের

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- এগরায় পুলিশ গাড়ির ধাক্কায় গুরুতর জখম ১ বাইক আরোহী! পথ অবরোধ উত্তেজিত জনতার

এছাড়াও সোমবার সকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের সেবায়তন এলাকায় মাওবাদী নামাঙ্কিত একাধিক পোস্টার স্থানীয় বাসিন্দারা দেখতে পায়। যার ফলে জঙ্গলমহল জুড়ে নতুন করে মাওবাদী আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে। শনিবার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া রামকৃষ্ণ বাজারে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছিল। ঐদিন দুপুরে ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় এক রেশন ডিলারের কর্মচারীকে গুলি করার ঘটনা ঘটে। যদিও পুলিশ জানায়, এই ঘটনার সাথে মাওবাদীদের যোগ নেই। সোমবার ফের ঝাড়গ্রাম জেলার দুই এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে ওই দুই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:- রাজ্যে দশম এবং দেশের সেরা কলেজের তালিকায় স্থান পেল মেদিনীপুর সিটি কলেজ

ঝাড়গ্রামের বিনপুর থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার দম্পতি

ঝাড়গ্রাম জেলার বিনপুর এর কাঁকো থেকে রাজু সিং ও পূজা সিং নামে দম্পতিকে বিনপুর থানার পুলিশ মাওবাদী সন্দেহে গ্রেফতার করে।তাদের কাছ থেকে বেশকিছু মাওবাদী পোস্টার উদ্ধার করেছে পুলিশ। আজকে ওদেরকে ঝাড়গাম জেলা আদালতে তোলা হয়। অভিযুক্ত রাজু সিং এর বাড়ি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ও পুজা সিং বিনপুরের কাঁকো এলাকার বাসিন্দা। সাঁকরাইল থানার কুলটিকরিতে ভাড়া বাড়িতে থাকতেন দম্পতি।

Advertisement

আরও পড়ুন:- শিকারে ৯০ শতাংশ জমায়েত আটকানো গিয়েছে! মেদিনীপুরে জানালেন ডিএফও

পুলিশ ওই দম্পতিকে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টার মেলায় গ্রেফতার করে।সুত্রের খবর,টাকার বিনিময়ে পোষ্টার লাগানো ও লেখার কাজ করতেন ওই দম্পতি।রাজু সিং এর জেল হেফাজত ও পূজা সিং এর পাঁচদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঝাড়গ্রাম আদালত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিনপুর থানার পুলিশ।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Maoist Poster

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.