Home » ভাঙন এবার সিপিএমেও, দল ছাড়ার কথা ঘোষণা করলেন হলদিয়ার বিধায়ক তাপসী, জেলা সম্পাদক বললেন ‘বিশ্বাসঘাতক’

ভাঙন এবার সিপিএমেও, দল ছাড়ার কথা ঘোষণা করলেন হলদিয়ার বিধায়ক তাপসী, জেলা সম্পাদক বললেন ‘বিশ্বাসঘাতক’

by Biplabi Sabyasachi
0 comments

The breakdown is also in the CPM

আরও পড়ুন ঃ-পটাশপুরে তৃণমূলের অফিস ভাঙচুরে ১২ জন দুষ্কৃতী ধৃত, এফ আই দায়ের ৫০০ জনের নামে

পত্রিকা প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মন্ডল দল ছাড়লেনসম্ভবত বিজেপিতে যোগ দিতে পারেন তিনি ।তাপসী মন্ডল তাঁর সিদ্ধান্তের জন্যে এলাকার ভোটারদের জন্যে কাজ করতে না পারাওকে কারন হিসাবে দেখালেও সিপিএম অবশ্য সেই দাবি উড়িয়েছে।উল্টে সিপিএমের জেলা সম্পাদকের দাবি তাপসী মন্ডল সহ হলদিয়া শিল্পাঞ্চলে সিপিএমের একাংশ নেতৃত্ব মোটা টাকার বিনিময়ে দলত্যাগ করেছে।তবে বিজেপির দাবি নিজেদের ব্যার্থতা ঢাকতে পরিকল্পিত ভাবে বিজেপিকে বদনাম করার চক্রান্ত করা হয়েছে। ]

ফাইল চিত্র


শুক্রবার হলদিয়ায় সাংবাদিক বৈঠক করে হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মন্ডলের দাবী তিনি তাঁর পুরানো দলে থেকে কাজ করতে পারছেন না ।তাই তিনি সিপিএম ছাড়লেন।তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে প্রচার বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান এখনও কোন সিদ্ধান্ত নেন নি ।


পূর্ব মেদিনীপুর জেলার ১৬টি বিধানসভা আসনের মধ্যে ৩টি আসনে বাম প্রার্থীরা জয়ী ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে। পাঁশকুড়া পূর্ব বিধানসভা আসনে সেক ইব্রাহিম ও হলদিয়া বিধানসভা আসনে তাপসী মন্ডল সিপিএমের টিকিটে জয়ী হন ।তমলুক বিধানসভা আসনে সিপি আইর অশোক দীন্ডা জয়ী হয়েছিলেন।বেশ কিছুদিন ধরেই এই পূর্ব মেদিনীপুর জেলার এই তিন বাম বিধায়ক বিজেপিতে যোগদান করতে পারেন বলে রাজনৈতিক মহলে প্রচার।সেই প্রচার সঠিক নয়,তাঁরা বামেদের সাথে আছেন বলে গত ১ তারিখ নিজেদের বিধায়ক প্যাডে লিখে সাংবাদিকদের জানিয়েছিলেন পাঁশকুড়া পূর্ব বিধানসভা আসনে সেক ইব্রাহিম ও হলদিয়া বিধানসভা আসনে তাপসী মন্ডল।এই বিষয়ে কখনই সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজী হননি তমলুকের বিধায়ক অশোক দীন্ডা।শুক্রবারও সাংবাদিকদের কোন উত্তর দেননি তিনি ।


সেক ইব্রাহিম জানিয়েছেন কোন অবস্থাতেই তিনি সিপিএম ছাড়বেন না ।আর মাত্র দুই সপ্তাহ আগে কেন তিনি লিখিত আকারে দলে থাকার কথা ঘোষনা করেছিলেন সেই নিয়ে মুখ খুলতে রাজী হননি তাপসী মন্ডল। স্থানীয় এক চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেছেন শনিবার মেদিনীপুরে সর্বভারতীয় বিজেপি নেতা অমিত শাহের সভায় পদ্ম পতাকা তুলে নেবেন তাপসী মন্ডল।


শনিবার মেদিনীপুরে অমিত শাহ’র সভায় গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছের কথা জানালেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল। তিনি স্থানীয় একটি লোকাল চ্যানেলকে সাক্ষাৎকারে একথা বলেছেন। তবে তিনি এখনও বিধায়ক পদ ত্যাগ করেননি। এমন কী সিপিএমও ছাড়েননি। তিনি জেলা সম্পাদক নিরঞ্জন সিহির প্রতি ক্ষোভ প্রকাশ করছেন।
তাপসী মণ্ডলকে বেইমান ও বিশ্বাসঘাতক বললেন সিপিএমের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

The breakdown is also in the CPM

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.