Home » Pathra Midnapore : মন্দিরময় পাথরায় জমিদাতারা জমির মূল্য না পাওয়ায় আত্মহত্যার হুমকি ইয়াসিনের

Pathra Midnapore : মন্দিরময় পাথরায় জমিদাতারা জমির মূল্য না পাওয়ায় আত্মহত্যার হুমকি ইয়াসিনের

by Biplabi Sabyasachi
0 comments

Pathra Midnapore: Yasin threatens to commit suicide as landlords don’t get land value in Mandirmay Pathra

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মন্দির বাঁচানোর লড়াইয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নিদর্শন তুলে ধরেছিলেন তার স্বরূপ পেয়েছিলেন রাষ্ট্রপতি পুরস্কার। মন্দির সংরক্ষণে ২৫ বিঘা জমি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছিলেন জমিদাতারা। কিন্তু কুড়ি বছর পার হলেও এখনো জমির মূল্য মেলেনি। যা নিয়ে হতাশ পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক ইয়াসিন পাঠান। পশ্চিম মেদিনীপুরের পাথরা পুরাতত্ত্বকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বহু লড়াই করেছেন তিনি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

জমিদাতাদের বুঝিয়ে সেই জমি কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিয়েছিলেন। পরিবর্তে আর্থিক মূল্য পাওয়া যাবে এটাও জানিয়েছিলেন জমিদাতাদের। কিন্তু দীর্ঘ কুড়ি বছর পেরিয়ে গেলেও এখনো জমির মূল্য পাননি। ওই এলাকায় ৩৪টি মন্দির সহ মন্দির সংলগ্ন ২৫ বিঘা জমি অধিগ্রহণ করেছিল কেন্দ্রীয় সরকারের আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া। ইয়াসিন জানিয়েছেন, কেন্দ্র ও রাজ্য সরকার সমস্যার সমাধান করছে না। জমির মূল্য পেতে একাধিকবার চিঠি দিয়েছি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে। বারবার জমিদাতারাও তার কাছে আসছেন জমির মূল্য কবে মিলবে তা জানতে।

Pathra Midnapore

এই নিয়ে মানসিক চাপে পড়েছেন ইয়াসিন। পাশাপাশি তিনি হার্ট ও কিডনি রোগে গুরুতর অসুস্থ। তাঁর স্ত্রীও অসুস্থ। এই পরিস্থিতিতে জমিজট মেটাতে চরম সিদ্ধান্তের পথে তিনি। মঙ্গলবার তিনি ফেসবুকে পোস্ট করে আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি লিখেছেন, “দীর্ঘ ২১ বছর জমির মূল্য না পাওয়ার জন্য আমার ওপর ক্রমাগত চাপ দিচ্ছে এই কারণে যে, আমার অনুরোধে সেই জমির মালিকগণ জমি ছেড়ে দিয়েছিলেন।

আরও পড়ুন : অবৈধভাবে বালি তোলার অভিযোগে গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের

আরও পড়ুন : হাসপাতালে দেখা মেলে না সিনিয়র চিকিৎসকদের! মেয়েকে বাঁচাতে মন্ত্রীর পা ধরলেন বাবা-মা

আমি বেশ কয়েক বছর ধরে হার্ট ও কিডনি’র ব্লকেজ রোগে গুরুতর অসুস্থ। আমার বয়স ৭১ বছর। এই অবস্থায় আমি মানসিক চাপ আর নিতে পারছি না। সেই কারণে আমি বাধ্য হয়েই সিদ্ধান্ত নিচ্ছি যে, আজ থেকে ৩০ ( ত্রিশ) দিনের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকার এই সমস্যার সমাধান না করলে আমাকে আত্মহত্যা করতে হবেই। এই জন্য দায়ী থাকতে হবে রাজ্য ও কেন্দ্র সরকারকে। দীর্ঘতর সূত্রের জন্য।”

বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিক ও শাসকদলের নেতাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেও আত্মহত্যা করার হুমকি দিয়েছেন। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “বিষয়টি নিয়ে রাজ্য এবং প্রশাসনিক স্তরে কর্তাদের জানাবো এবং ইয়াসিন বাবুর সঙ্গেও কথা বলব যাতে তিনি এই চরম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন।” জেলা শাসক খুরশিদ আলী কাদরী জানিয়েছেন, “পদ্ধতিগত কাজ শেষ পর্যায়ে। খুব শীঘ্রই জমিদাতারা জমির মূল্য পেয়ে যাবেন।”

আরও পড়ুন : মর্মান্তিক! নিজের বাড়িতে ইলেকট্রিক শকে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

আরও পড়ুন : একনাগাড়ে বৃষ্টি, জমিতে জমছে জল! পশ্চিম মেদিনীপুরে মাথায় হাত আলু চাষীদের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Pathra Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.