Price Hike
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: পেট্রোপণ্য, ভোজ্য তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে বিক্ষোভ। শনিবার শহরের গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হয় তৃণমূলের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন, জেলা সভাপতি সুজয় হাজরা, যুব সভাপতি সন্দীপ সিংহ, মহিলা সভানেত্রী কল্পনা শীট সহ অন্যান্যরা। টোটো ইউনিয়নের পক্ষ থেকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করে শহরে। তৃণমূলের বক্তব্য, কেন্দ্র সরকারের একের পর এক জনবিরোধী নীতির ফলে সাধারণ মানুষের জীবন এমনিতেই জেরবার।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরের জজকোর্ট সংলগ্ন ATM ভাঙচুর করে টাকা লোপাটের চেষ্টা দুষ্কৃতীদের
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে নাকা চেকিংয়ে বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম পুলিশ কর্মী
তারপর লাগামহীনভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েই চলেছে, তা নিয়ন্ত্রণের বিন্দুমাত্র চেষ্টা করছে না। পাশাপাশি 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার সময় পেট্রপণ্যের মূল্য এবং বর্তমানের মূল্যের তুলনা টেনে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন তৃণমূল নেতারা। অন্যদিকে ঔষধপত্র সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুর শহরে বিক্ষোভ দেখায় এসইউসিআই।
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে জেলাজুড়ে বিপর্যস্ত সব্জি চাষ, মাথায় হাত কৃষকদের
উপস্থিত ছিলেন, দেবাশিস আইচ, রতন মুখার্জী, শীর্ষেন্দু শাসমল, অক্ষয় খান সহ অন্যান্যরা। দেবাশিস আইচ বলেন, জনগণের ভোটে জিতে ক্ষমতাসীন কেন্দ্র- রাজ্য সরকার জনগণের বিরুদ্ধে কার্যত অর্থনৈতিক যুদ্ধ জারি করেছে। করোনা অতিমারিতে এই সকল সরকারগুলো জনগণকে সর্বদিক থেকে বিপর্যস্ত করে চলছে। পেট্রোপণ্যে তা একেবারে বেআব্রু। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ঘটেছে।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে রঙ কারখানা খুলছে বিড়লা গ্রুপ, বিপুল কর্মসংস্থানের সুযোগ
আরও পড়ুন:- ঝাড়গ্রামে ইউ এ পি ধারায় অভিযুক্ত টিপু সুলতানের ফের জেল হেফাজত
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Price Hike
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: Demonstration in Midnapore town against the price hike of petroleum products, edible oil, and other daily necessities. Trinamool activists took part in a sit-in protest at the foot of the Gandhi statue in the city on Saturday. District President Sujoy Hajra, Youth President Sandeep Singh, Women President Kalpana Sheet, and others were present. Toto marches in the city to protest the price hike on behalf of the union. According to the Trinamool Congress, the life of the common man is in jeopardy as a result of one anti-people policy after another of the central government.
Then the prices of petrol, diesel, cooking gas and other daily necessities have been rising uncontrollably, not trying to control it. Besides, when the BJP came to power in 2014, Trinamool leaders attacked the central government. Because of comparing the price of petroleum products with the current price. On the other hand, SUCI staged a protest in Midnapore town. They protest against the increase in prices of daily necessities including medicines.
Debashis Aich, Ratan Mukherjee, Shirshendu Shasmal, Akshay Khan, and others were present. Debashis Aich said that the ruling center-state government has waged a virtual economic war against the people by winning the people’s vote. In Corona, all these governments are upsetting the people from all sides. It is absolutely disgraceful in petroleum products. There has been a skyrocketing price of essential commodities.