Home » Midnapore : মেদিনীপুর কলেজ স্কোয়ারে এই প্রথম ব্যঙ্গ চিত্রে উঠে এল জেলা তৃণমূলের বিধায়ক-মন্ত্রীরা, নির্বাচন বিধিভঙ্গের অভিযোগে খুলতে বাধ্য হলো উদ্যোক্তারা

Midnapore : মেদিনীপুর কলেজ স্কোয়ারে এই প্রথম ব্যঙ্গ চিত্রে উঠে এল জেলা তৃণমূলের বিধায়ক-মন্ত্রীরা, নির্বাচন বিধিভঙ্গের অভিযোগে খুলতে বাধ্য হলো উদ্যোক্তারা

by Biplabi Sabyasachi
0 comments

This is the first caricature of the district Trinamool MLAs and ministers in Midnapore College Square.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বিজ্ঞপ্তি জারি হয়েছে মেদিনীপুর পৌরসভা নির্বাচনের। তারমধ্যে সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানেই মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারের জমজমাট ব্যঙ্গচিত্র। প্যান্ডেল বা প্রতিমা নয়, ব্যঙ্গচিত্র বা কার্টুনে কে কতটা শান দিতে পারে তার লড়াই চলে মণ্ডপে মণ্ডপে। আক্রমণ পাল্টা আক্রমণের নিশানাই রাজনৈতিক নেতা মন্ত্রীরা। কোথাও নাম না-করে কোথাও আবার নেতানেত্রীদের কাট আউটে ব্যঙ্গচিত্র এঁকে আক্রমণ করা হয়।

আরও পড়ুন:- নানা জল্পনার পর মেদিনীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল

Caricature of trinamool candidate
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- মেদিনীপুর পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট

সরস্বতী পুজোয় মেদিনীপুর শহরের এটাই ট্র্যাডিশন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। করোনা পরিস্থিতিতে এবারেও ট্রাডিশনে ভাটা পড়েনি। শহরের গোলকুঁয়াচক থেকে কলেজের দিকে এগোতেই চোখে পড়ে বিভিন্ন ক্লাবের ব্যঙ্গচিত্র। এবারে ‘খেলা হবে’ বলে নতুন ক্লাব গড়ে উঠেছে। শুক্রবার ওই ক্লাবের সরস্বতী পুজোর উদ্বোধন করেন বিধায়ক জুন মালিয়া। তারপর রয়েছে ‘গরিমা’। এর আগে ‘গরিমা’ তৃণমূল প্রভাবিত বলে পরিচিত ছিল।

আরও পড়ুন:– তোমাকে রাজ্যপাল কি ফোন করেন? পূর্ব মেদিনীপুরের এসপি’কে প্রশ্ন মুখ‍্যমন্ত্রীর

caricature
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য নির্বাচন কমিশন

ওই ক্লাবের উদ্যোক্তা রমাপ্রসাদ গিরি বিজেপিতে যোগ দেওয়ায় গতবছর থেকে বিজেপি প্রভাবিত হয়ে যায়। তাতে আক্রমণের নিশানা করা হয়েছে তৃণমূল নেতা-মন্ত্রীদের। উল্লেখ্য আগে রাজ্য নেতা-মন্ত্রীদের কটাক্ষ করা হত। এবারে বাদ যায় নি জেলার বিধায়ক থেকে মন্ত্রীরা। তাদের মুখমন্ডলের ছবি দিয়ে ব্যঙ্গ করা হয়েছে ‘ভাগ-বাটোয়ারা’। তাতে ছবি রয়েছে, মন্ত্রী মানস ভূঁইয়া, হুমায়ন কবির, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বিধায়ক দীনেন রায়, জুন মালিয়া, উত্তরা সিংহ হাজরার।

Midnapore

আরও পড়ুন:- তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই নাম দিয়ে ভোট চেয়ে পোস্টার মেদিনীপুর শহরে

caricature
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ফের শুভেন্দু-গড় কাঁথিতে বিজেপিতে ভাঙন! পুরসভা দখলে মরিয়া তৃণমূল

Advertisement

ছবি রয়েছে পিকের। এই ব্যঙ্গচিত্রের ব্যানার খুলতে বাধ্য হলেন উদ্যোক্তারা। উদ্যোক্তা তথা বিজেপির জেলা নেতা রমাপ্রসাদ গিরি মানছেন ব্যানার খোলার কথা। তিনি বলেন, নির্বাচন বিধিভঙ্গ হবে বলে এসডিও জানিয়েছেন। কোন বিতর্কে না গিয়ে আমরা ছবির পরিবর্তন করেছি। তিনি বলেন, ‘বিভিন্ন ক্লাব শাসক দলের নেতাদের ছবি দিয়ে স্বাগতম জানিয়ে ব্যানার টাঙ্গিয়ে রেখেছে, অথচ তা খোলার ব্যাপারে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি।’

Advertisement

আরও পড়ুন:- মেদিনীপুর বনবিভাগে আলুর দফারফা ১১০ টি হাতির তান্ডবে, হুলা জ্বেলে রাত জাগছেন স্থানীয়রা

এর আগে রাজ্য নেতাদের ব্যঙ্গ চিত্র ফুটে উঠত। এবারে জেলা নেতা নেত্রীদের। রমা ব্যঙ্গ করে বলেন, জেলা নেতারাও কোন অংশে কম নয়। তাই তাদেরও জনপ্রিয় করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিতে নারাজ বিধায়ক জুন মালিয়া। তিনি বলেন, এসব ব্যঙ্গ চিত্র নিয়ে মন্তব্য করব না। যাঁদের যেমন রুচি তা করবে। সবমিলিয়ে কার্টুন বা ব্যঙ্গচিত্রে জমজমাট মেদিনীপুর কলেজ স্কোয়ার।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.