The administration stopped the marriage of two minors on the same day in Daspur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের গৌড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লক্ষ্ম্যাকুণ্ডু গ্রামে সকাল থেকেই তোড়জোড় চলছিল এক নাবালিকার বিয়ের। খবর পেয়েই গ্রামে পৌঁছায় দাসপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অরিন্দম মুখার্জি সহ প্রশাসনিক আধিকারিকরা। তবে গ্রামে গিয়েই আধিকারিকরা বুঝতে পারেন একটি নয় দু দুটি নাবালিকার বিয়ের তোড়জোড় চলছে গ্রামে।
আরও পড়ুন:- বিদ্যালয়ের ঘরের অবস্থা ভগ্নপ্রায়, পড়াশোনা খোলা আকাশের নীচে! এগরায় বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের তরফে। তবে বিয়ের পথে দুই নাবালিকার বাড়িতে পৌঁছতেই দেখা গেল, বাড়িতে নেই তাঁরা। দুই পরিবারের তরফেই দাবি করা হয়,নাবালিকার বিয়ে দেওয়া অপরাধ এমন জানার পরেই তাদের আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।তবে দুটি পরিবারের মুখে এমন কথা শুনেও খুব একটা আশ্বস্ত হয়নি প্রশাসনিক আধিকারিকরা। দুই পরিবারের কাছ থেকে রীতিমতো মুচলেখা নিয়ে কড়া বার্তা দেওয়া হয় প্রশাসনের তরফে।
Minor Marriage
আরও পড়ুন:- ঝাড়গ্রামের সাঁকরাইলে চারচাকার গাড়ির সামনে হঠাৎ হাতি, দৌঁড়ে বাঁচলেন চালক
আরও পড়ুন:- বিদ্যালয়ের ঘরের অবস্থা ভগ্নপ্রায়, পড়াশোনা খোলা আকাশের নীচে! এগরায় বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
নাবালিকার বিয়ে দিলে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় পরিবারের সদস্যদের। বৃহস্পতিবারের ঘটনা প্রসঙ্গে দাসপুর ২ ব্লকের সিডিপিও অভিমন্যু মণ্ডল জানিয়েছেন, “নাবালিকার বিয়ে নিয়ে এখনও পর্যন্ত গ্রামে রয়ে গিয়েছে সচেতনতার অভাব।” গ্রামবাসীদের মধ্যে সচেতনতা ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন দাসপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অরিন্দম মুখার্জি। তবে বার বার প্রশাসনের তরফে নাবালিকার বিয়ে না দেওয়ার আবেদন জানানো হলেও কেন এই প্রবণতা কাটছে না তা নিয়ে উঠছে প্রশ্ন।
আরও পড়ুন:- পটাশপুরে এক পারিবারিক অনুষ্ঠানের নিমন্ত্রণে কাউকে না যেতে ফতোয়া, অন্যথায় জরিমানা, গ্রেফতার ৮
আরও পড়ুন:- শিকারির চেয়ে বেশি বনকর্মী ও পুলিশ! মেদিনীপুর সদরে চাঁদড়ার অরণ্যের হৃদয়ে রক্তক্ষরণে পড়ল ছেদ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Minor Marriage
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore