Students protest at Kharagpur IIT demanding offline and online exams
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ক্যাম্পাসে ফিরতে পারেনি অনেকেই। তাই অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতে পরীক্ষার দাবিতে বিক্ষোভ খড়্গপুর আইআইটি-তে। সোমবার সকাল থেকে আইআইটির প্রধান ভবনের সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। অফলাইন পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের ৩১শে মার্চের মধ্যে ক্যাম্পাসে ফিরতে নির্দেশ দেয় আইআইটি কর্তৃপক্ষ। অল্প সময়ের জন্য মোটা টাকা বিমান ভাড়া খরচ করে দ্রুত ফিরতে অক্ষম একদল ছাত্রছাত্রী। তাই অনলাইন পরীক্ষার দাবি তুলেছে ছাত্রছাত্রীরা।
আরও পড়ুন:- দুর্ঘটনায় মৃত্যু সহপাঠীর,পশ্চিম মেদিনীপুরে বেহাল রাস্তা সারাইয়ের প্রতিবাদে অর্থ সংগ্রহ পড়ুয়াদের
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে বন দফতর ও পুলিশের সাঁড়াশি আক্রমণে পিছু হটল শিকারিরা, বাজেয়াপ্ত অস্ত্র
কর্তৃপক্ষ না মানতেই সোমবার সকাল থেকে আইআইটির প্রধান ভবনের সামনে ঘেরাও বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। উত্তাল পরিস্থিতি। আইআইটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পরীক্ষা গ্রহণ হবে অফলাইন পদ্ধতিতে। এইজন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে চলে গিয়েছিলেন তাদের আগামী ৩১ শে মার্চের মধ্যে ক্যাম্পাসে ফিরে আসতে হবে। কিন্তু এত কম সময়ের নোটিশে সবার পক্ষে ফিরে আসা সম্ভব হচ্ছে না মাত্র এক সপ্তাহের পরীক্ষায় যোগ দিতে।
Kharagpur IIT
আরও পড়ুন:- মেদিনীপুরে ফুট ব্রিজের উদ্বোধনে একসঙ্গে জুন মালিয়া ও দিলীপ ঘোষ, উঠল “জয় বাংলা” “জয় শ্রীরাম” স্লোগান
আরও পড়ুন:- রঙ খেলার পর মেদিনীপুরে কংসাবতী নদীতে স্নান করতে নেমে মৃত্যু হল যুবকের
অধিকাংশ ছাত্রছাত্রী ফিরে গেলেও ৭ শতাংশ ছাত্র-ছাত্রী দ্রুত ফেরার খরচ সহ একাধিক সমস্যায় পড়েছেন। তাই ছাত্রছাত্রীরা দাবি করেছেন অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতেই পরীক্ষা নেওয়া হোক। বাইরে যারা রয়ে গিয়েছেন তাদের জন্য অনলাইন পদ্ধতি গ্রহণ করা হোক। কিন্তু কর্তৃপক্ষ তাতে নারাজ। আইআইটির চতুর্থ বর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বি-টেক-এর ছাত্রী যশোদা মুছে বলেন, “৭ শতাংশ ছাত্র-ছাত্রী ক্যাম্পাসে ফিরতে অক্ষম এই বিপুল পরিমান খরচ করে মাত্র এক সপ্তাহের জন্য।
আরও পড়ুন:- দোল উৎসবের দিন ঐতিহ্যবাহী রথযাত্রা পালন পূর্ব মেদিনীপুরে
দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন তারা। তাই অফলাইন পদ্ধতির বিকল্প ব্যবস্থার জন্য অনুরোধ করা হয়েছিল কর্তৃপক্ষকে। কিন্তু আইআইটি কর্তৃপক্ষ তাতে নাকচ করেছে। আমরা অবিলম্বে কর্তৃপক্ষকে খোলা স্থানে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে বিকল্প ব্যবস্থা করতে অনুরোধ করেছি। না হলে আন্দোলন চলবে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Kharagpur IIT
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore