Bus news
আরও পড়ুন ঃ–শালবনীর সাতপাটিতে বিজেপির পঞ্চায়েত সদস্যরা তৃণমূলমুখী ! জেলা নেতৃত্বের নির্দেশ না আসায় তৃণমূলে ‘না’
পত্রিকা প্রতিনিধি: সরকার অনুমতি দিলেও আগামী সাতদিন বেসরকারী বাস চলবে না পশ্চিম মেদিনীপুরে (Paschim Medinipur) । এমনটাই জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের (Distrcit Bus Owners Association) সম্পাদক (Secretary) মৃগাঙ্ক মাইতি।
করোনা (Corona) বিধিনিষেধের মধ্যে ১ জুলাই থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচল করতে পারবে বলে নির্দেশিকা দিয়েছে ৮০০ বাস চলাচল করে। মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড (Paschim Mediniour Central Bus stand) থেকে প্রতিদিন ৩০০-র উপরে বাস যাতায়াত করে। গতবছর লকডাউনের (Lockdown) পর একশোর বেশি বাস বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি বাস মালিক সংগঠনের। এবছর করোনা বিধি-নিষেধের আগে প্রায় ২০০ টি বাস মেদিনীপুর(Paschim Medinipuir Bus stand) বাসস্ট্যান্ড থেকে যাতায়াত করত। ইন্সুরেন্স সহ বিভিন্ন যন্ত্রাংশের খরচ সামলাতে না পেরে বহু বাস বন্ধ হয়ে গিয়েছে। মালিকদের দাবি, যেভাবে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ঘটেছে তাতে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। পাশাপাশি দীর্ঘদিন বাস চলাচলে বাসের কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তা মেরামত করতে অনেক টাকা খরচ। ৫০ শতাংশ যাত্রী নিয়ে পুরোনো ভাড়ায় চালালে তেলের খরচও উঠবে না বলে দাবি বাস মালিকদের।
বৃহস্পতিবার বাস চালানো নিয়ে একটি বৈঠক হয় বাস মালিকদের। তাতে সিদ্ধান্ত হয়েছে আগামী সাত দিন আপাতত বন্ধ থাকছে পশ্চিম মেদিনীপুরে বেসরকারি (Private) বাস চলাচল। বাস মালিক সংগঠনের জেলা সম্পাদক মৃগাঙ্ক মাইতি (Mriganka Maity) বলেন, আমরা বাস ভাড়া সহ বিভিন্ন দাবি সরকারের কাছে রেখেছি। যা এখনো আলোচনায়। আমরা সাতদিন অপেক্ষা করছি সরকার কি ব্যবস্থা নেই তা দেখার। ইন্সুরেন্স (Insurance) খরচ ৭০ থেকে৮০ হাজার টাকা। এদিকে করোনার জেরে যাত্রী না হওয়ায় লোকসানে চলছিল। গতবছর লকডাউনের পর থেকে অনেক বাস বন্ধ হয়ে গেছে। সরকার কি ব্যবস্থা নেই তা দেখার পর আমরা বৈঠকে বসে সিদ্ধান্ত নেব। আপাতত সাতদিন বাস চলবে না।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Bus news
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore