Home » Maoist Poster : পৌরসভা ভোটের আগেই মেদিনীপুর সদরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার

Maoist Poster : পৌরসভা ভোটের আগেই মেদিনীপুর সদরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার

by Biplabi Sabyasachi
0 comments

Poster bearing Maoist names were recovered at Medinipur Sadar before the municipal polls

ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পৌরসভা ভোটের আগে মেদিনীপুর শহর থেকে কুড়ি কিলোমিটার দূরে গুড়গুড়িপাল থানার শিরষীতে উদ্ধার হল মাওবাদী নামাঙ্কিত পোস্টার। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কারা ছড়ালো এই পোস্টার তা নিয়েও জল্পনা। বুধবার সকালে গুড়গুড়িপাল থানার পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে। পোস্টার ঘিরে উঠে আসছে নানা জল্পনা। অনেকেই মনে করছেন মাওবাদী কার্যকলাপে যুক্ত, পুলিশের খাতায় কেস থাকা ব্যক্তিরা চাকরি পেয়েছেন স্পেশাল হোমগার্ডে।

আরও পড়ুন:- শুভেন্দুর বিরুদ্ধে ত্রিপল চুরির মামলা প্রত্যাহার তৃণমূল নেতার

Maoist Poster
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- সম্প্রীতির চিত্র মেদিনীপুর সদর ব্লকে, সরস্বতী পুজো ও পঞ্চমী মেলার আয়োজনে হিন্দু-মুসলিম

যারা পায়নি তারাই হয়তো দিতে পারে পোস্টার। আবার অনেকের মতে, মঙ্গলবার রাত্রে সরস্বতী ঠাকুরের বিসর্জন চলছিল ওই এলাকায়। সেই সময় স্থানীয়দের মধ্যে একটি গন্ডগোল হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ভোর চারটা নাগাদ পুলিশ ফিরতেই বুধবার সকালে ওই এলাকায় দেখতে পাওয়া যায় লাল কালিতে লেখা একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার। পোস্টারে বাসুদেব মাহাতো, গদাধর মাহাতোর নাম রয়েছে।

Maoist Poster

আরও পড়ুন:- খড়গপুরে পুরসভা নির্বাচনের টিকিট না পেয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সম্পাদকের বাড়ি ভাঙচুর

Advertisement

আরও পড়ুন:- খড়্গপুরে বিজেপি নেত্রী হয়ে বিজেপি প্রার্থীকে ভোট না দেওয়ার আহ্বান

তাদেরকে মাওবাদীদের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে বলে উল্লেখ রয়েছে পোস্টারে। পুলিশ পোস্টার উদ্ধারের বিষয়টি স্বীকার করেছে। পোস্টারে নাম থাকা গদাধর মাহাতোকে ফোন করা হলে তিনি জানান, পোস্টারে তার নাম রয়েছে। বিষয়টি গতকালের বিসর্জনের গন্ডগোল বলেই মনে করছেন। তিনি বলেন, বিসর্জনের সময় তার সঙ্গে গণ্ডগোল হয়। তারপর সকালে পোস্টারে দেখতে পাওয়া গেছে।

আরও পড়ুন:- নিষিদ্ধপল্লির যুবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহিষাদলের ছোট্টু, তারিফ সকলেরই

Advertisement

আরও পড়ুন:- কাঁথি পুরসভার বিজেপি প্রার্থী তালিকা, ৩২ বছর পর এই প্রথম অধিকারী পরিবারের কেউ প্রার্থী হলেন না

তবে তিনি আগে মাওবাদী কার্যকলাপে যুক্ত ছিলেন বলে স্বীকার করেছেন। তার নামে পুলিশে কোনো কেস না থাকায় তিনি চাকরি পাননি। সম্প্রতি অনেকেই চাকরির জন্য নিজেদের মাওবাদী বলে দাবি করেছেন। একাধিক বৈঠকও করেছেন। বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ বলেন, মাওবাদী বলে কিছু নেই। বিরোধী রাজনৈতিক দলের লোকজন শান্ত জঙ্গলমহলে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। পুলিশ সতর্ক রয়েছে।

আরও পড়ুন:- মেদিনীপুর ও খড়্গপুর পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দিল তৃণমূল ও নির্দল প্রার্থীরা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Maoist Poster

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.