Home » Manidaha Gram Panchayat : মেদিনীপুর সদরের মনিদহ গ্রাম পঞ্চায়েতে দ্বিগুণ ভূমি ও গৃহ কর বৃদ্ধিতে ক্ষোভ এলাকায়

Manidaha Gram Panchayat : মেদিনীপুর সদরের মনিদহ গ্রাম পঞ্চায়েতে দ্বিগুণ ভূমি ও গৃহ কর বৃদ্ধিতে ক্ষোভ এলাকায়

by Biplabi Sabyasachi
0 comments

In Manidaha Gram Panchayat of Medinipur Sadar, there is an increase in double land and housing tax

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ভূমি ও গৃহ কর বৃদ্ধি করল পঞ্চায়েত। আর তাতেই ক্ষোভ বাড়ছে জনমানসে। জানা গিয়েছে, মণিদহ গ্রাম পঞ্চায়েতে ভূমি ও গৃহ কর প্রতি বছর ছিল 40 টাকা, সেখান থেকে বেড়ে হয়েছে 80 টাকা, যে কর ছিল 60 টাকা তা হচ্ছে 120 টাকা। এর পরেই ক্ষোভ সৃষ্টি হয়েছে এলাকায়। অনেকের অভিযোগ, করোনা পরিস্থিতিতে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। কাজ হারিয়ে অনেকে বাড়িতে।

আরও পড়ুন:- খড়্গপুর IIT ক্যাম্পাসে ফিরেই আত্মহত্যার চেষ্টা এম টেক পড়ুয়ার

Manidaha Gram Panchayat
ফাইল চিত্র

আরও পড়ুন:- ছবি এঁকে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডসে’ নাম হলদিয়ার রনজিৎের

পঞ্চায়েতে ভূমি ও গৃহ কর দিলেও জব কার্ড পাইনি। পঞ্চায়েতে গেলে এখন নতুন করে জব কার্ড হবে না শুনে ফেরত আসতে হচ্ছে। ঠিক মতো কাজ না পাওয়া নিয়েও অভিযোগ রয়েছে। তার মাঝে দ্বিগুণ কর বৃদ্ধিতে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিয়েছে। ছোট দোকানদাররা সহ বিরোধিতা করছে এসইউসিআই। অন্যদিকে বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতে কর বৃদ্ধি করা হয়নি বলে জানান উপপ্রধান কাজল সিংহ। তিনি বলেন, ভূমি ও গৃহ কর 30 টাকা রাখা হয়েছে পঞ্চায়েতে।

Manidaha Gram Panchayat

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পিংলা মহাবিদ্যালয়ের ৯ একর জমিতে হতে চলেছে জীব-বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা

Advertisement

আরও পড়ুন:- গত ১২ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরের তিন জঙ্গলে ভয়াবহ আগুন, নেভালেন দমকল কর্মীর‍া

এসইউসিআই দলের মেদিনীপুর লোকাল কমিটির সম্পাদক স্বপন পাত্র বলেন, বেকারত্বের পাশাপাশি জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঘটে চলেছে। সংসার চালাতে হিমশিম পরিবারগুলি। এই পরিস্থিতিতে দ্বিগুণ কর বৃদ্ধির বিরোধিতা করছি। বিডিও এবং পঞ্চায়েত দফতরে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচীও নেওয়া হচ্ছে। মণিদহ গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি সরেন মানছেন, দ্বিগুণ কর বৃদ্ধি করা হচ্ছে। এপ্রিল মাস থেকে কার্যকরী হবে।

আরও পড়ুন:- ঠিক যেন ‘স্পেশাল ২৬’ সিনেমা! পশ্চিম মেদিনীপুরে আয়কর আধিকারিক পরিচয় দিয়ে দুঃসাহসিক ডাকাতি ব্যবসায়ীর বাড়িতে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Manidaha Gram Panchayat

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.