Illegal venomous snake game in Midnapore court premises
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুরের জেলা আদালতে চত্ত্বরে বেআইনিভাবে সাপের খেলা। তা বাধা দিতে গেলে হেনস্তার অভিযোগ আইনজীবীদের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিভিন্ন স্তরের মানুষজন আইনজীবীদের এই ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবার মেদিনীপুর জেলা আদালতে বুড়া সাপুড়ি নামে এক ব্যক্তি বালিচক থেকে এসে সাপের খেলা দেখান। পরিবর্তে মাদুলি বিক্রি করেন। খবর পেয়ে হাজির হন পশ্চিম মেদিনীপুর জেলায় সর্পবন্ধু বলে পরিচিত দেবরাজ চক্রবর্তী।
আরও পড়ুন:- এগরা পুরভোটে জয়ী বিজেপি প্রার্থীকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে সবুজ ঝড়, ধরাশায়ী বিজেপি, সিপিএম, কংগ্রেস
দীর্ঘ কয়েকবছর ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত, এমনকি ঝাড়গ্রামের জঙ্গলমহলের শিলদা এলাকার গৃহস্থের বাড়ি থেকেও বিষধর উদ্ধার করে জঙ্গলে ছেড়েছে। সেই ছবি, ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বর্তমানে বনদপ্তরের কাছে ফোন যায় না সাপ উদ্ধারের জন্য, যে সংখ্যক ফোন দেবরাজের কাছে যায়। আর তাকেই ঘিরে হেনস্থার অভিযোগ উঠল আইনজীবীদের বিরুদ্ধে। বেআইনি ভাবে সাপ খেলা দেখানো হচ্ছে বলে বন দফতরে ফোনও করেন দেবরাজ। বনকর্মীরা পৌঁছানোর আগে আইনজীবীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় দেবরাজের।
Midnapore
আরও পড়ুন:- বিজেপি শূণ্য মেদিনীপুর পৌরসভা তৃণমূলের দখলে, আসন কমল কংগ্রেসের
আরও পড়ুন:- তমলুক , কাঁথি ও এগরায় জয় তৃণমূলের , জয়ের উল্লাসে দলীয় কর্মীরা
সেই সময় বেসামাল হতেই দেবরাজের হাতে কামড় বসালো বিষধর কেউটে। দেরী না করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হতে হয়। মেদিনীপুর আদালতে বনদফতরের কর্মীরা পৌঁছানোর আগেই পালিয়ে যান ওই সাপুড়িয়া। হাসপাতালে দেবরাজের শারীরিক পরিস্থিতির খোঁজ-খবর নেন বনকর্মীরা। অনেকেই মানছেন দেবরাজ থাকায় সাপের মৃত্যু কমেছে মেদিনীপুর শহরে। গৃহস্থের বাড়িতে ঢুকলে দেবরাজ গিয়ে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। এতে বনদফতর অনেকটা সাহায্য পেয়ে থাকে দেবরাজের কাছ থেকে।
আরও পড়ুন:- নিম্নমানের কাজে ভেঙে গেল দাসপুরের নবনির্মিত বাঁধ, জল সংকটে কৃষকরা
আরও পড়ুন:- ভালো কাজে আইএসও শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দুটি থানা
দেবরাজ বলেন, “জেলা আদালত চত্ত্বরে বিষধর সাপের খেলা দেখানো হচ্ছে বলে আমি খবর পেয়ে বনদপ্তরের জানাই। বনকর্মীরা আসার আগে কয়েকজন আইনজীবী এবং তাদের লোকজন এসে আমাকে বিভিন্নভাবে হেনস্তা করেন। আমার পরিচয় পত্র জানতে চান। আমি তাদের জানাই বনকর্মীরা আসছেন আমি তাদের খবর দিয়েছি। সেই সময় যখন বচসা বাধে বেসামাল হতেই কেউটে ছোবল মারে হাতে। আর ওই ফাঁকে পলাতক বালিচক থেকে আগত সাপুড়িয়া।” ওই আদালত চত্ত্বরে এর আগে একাধিকবার সাপ উদ্ধার করেছে দেবরাজ। এদিন আইনজীবীদের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ অনেকেই।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore