Home » Paschim Medinipur Municipality Result : পশ্চিম মেদিনীপুরে সবুজ ঝড়, ধরাশায়ী বিজেপি, সিপিএম, কংগ্রেস

Paschim Medinipur Municipality Result : পশ্চিম মেদিনীপুরে সবুজ ঝড়, ধরাশায়ী বিজেপি, সিপিএম, কংগ্রেস

by Biplabi Sabyasachi
0 comments

Green storm in Paschim Medinipur Municipality Result, collapse BJP, CPM, Congress

ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর জেলায় অন্যান্যবারের তুলনায় নিজেদের মার্জিন বাড়াল তৃণমূল। একেবারে বিজেপি শূণ্য পৌরসভা হয়েছে ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই, রামজীবনপুর, মেদিনীপুর। জেলার ৭ পুরসভাতেই নিরঙ্কুশ ক্ষমতা তৃণমূলের। খড়্গপুর পৌরসভাতেও বিজেপির ধ্বস, তবে জয়ী হয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। এই প্রথম ৭ টি পুরসভাতে এই নিরঙ্কুশ ক্ষমতা পেল তৃণমূল। কোনো পৌরসভাতেই কোনো দলের সাথে জোটে যাওয়ার দরকার নেই বোর্ড তৈরি করতে।

আরও পড়ুন:- বিজেপি শূণ্য মেদিনীপুর পৌরসভা তৃণমূলের দখলে, আসন কমল কংগ্রেসের

Paschim Medinipur Municipality Result
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- তমলুক , কাঁথি ও এগরায় জয় তৃণমূলের , জয়ের উল্লাসে দলীয় কর্মীরা

ফলে সেই দিক নিশ্চিত করতে পেরে দলের কর্মীদের মধ্যে উদ্দীপনা অনেকটাই বেশি এবার ৷ হিসেবে দেখা গিয়েছে- জেলাতে থাকা ১২০ টি ওয়ার্ডের ৯৭ টাই তৃণমূলের দখলে। বিজেপি গত পৌরসভা নির্বাচনে যেখানে পেয়েছিল ১২০ টির মধ্যে ১৩ টি ওয়ার্ড, এবার সেখানে হয়েছে ৮ টা। একই ভাবে আসন কমেছে বাম ও কংগ্রেসের। রামজীবনপুর পৌরসভাতে গতবারে ১১ টার ৬ টা বিজেপি পেয়েছিল, এবার সেখানে শূণ্য হয়েছে বিজেপি। তবে এবারে খড়ার এলাকাতে ২ টি আসন পেয়েছে বিজেপি।

আরও পড়ুন:- নিম্নমানের কাজে ভেঙে গেল দাসপুরের নবনির্মিত বাঁধ, জল সংকটে কৃষকরা

Paschim Medinipur Municipality Result

মেদিনীপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা

আরও পড়ুন:- ভালো কাজে আইএসও শংসাপত্র পেল পশ্চিম মেদিনীপুর জেলার দুটি থানা

ঘাটাল মহকুমার একেবারে বিরোধী শূণ্য বোর্ড হচ্ছে ঘাটাল, চন্দ্রকোনা, রামজীবনপুর পৌরসভাতে। যেখানে সবকটি আসনই তৃণমূলের দখলে। মেদিনীপুর পৌরসভাতেও বিজেপি শূণ্য পরিস্থিতি। এই পৌরসভাতে ২০১৩ এর শেষ নির্বাচনে ২৫ টি ওয়ার্ডের তৃণমূলের দখলে ছিল ১৩ টি আসন। এবার সেখানে হয়েছে ২০ টি। কংগ্রেসের যেখানে ৫ টি ছিল সেখানে এবার হয়েছে মাত্র ১ টি। বামেদের যেখানে ৬ টি আসন ছিল, এবার সেখানে হয়েছে ৩ টি।

আরও পড়ুন:- বিজেপির ডাকা বনধের সাড়া পড়ল না মেদিনীপুরে

Paschim Medinipur Municipality Result
নিজস্ব চিত্র

খড়্গপুর পৌরসভার শেষ নির্বাচনে বিজেপি পেয়েছিল ৭ টি। এবার পেয়েছে ৬ টি। তৃণমূলের ছিল ১০ টি, এবার হয়েছে ২০ টি। কংগ্রেসের ছিল ১১ টি, এবার হয়েছে ৬ টি। বামেদের ছিল ৬ টা এবার হয়েছে ২ টি। নির্দল পেয়েছে এবার ১ টি। ফলাফলের হিসেবে দেখা গিয়েছে, গত কয়েকমাস আগে খড়্গপুর বিধানসভার উপনির্বাচনে বিজেপি যেখানে জয়লাভ করেছিল, এবার সেখানে তৃণমূল দখল করেছে। তাহলেও ৩৩ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন কাউন্সিলার হিসেবে। ফলে পরপর বিধানসভা ও পৌর নির্বাচন দুটিতেই জয়ী হিরণ।

খড়্গপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা

তৃণমূলের জেলার নির্বাচনী কো অর্ডিনেটর অজিত মাইতি বলেন, দিলীপ ঘোষের কাঁচা বাঁশের নিদানে কর্মীরা প্ররোচিত হন নি। অনেক সন্ত্রাসের আবহ, টাকা ছড়ানো সবকেই দলের কর্মীরা পরাস্ত করেছেন। বিজেপি শূণ্য হয়েছে একেবারে। অনেক স্থানেই বিরোধীদের উত্থান হয়েছে। ফলে কেউই বলতে পারবেন না ভোট নিরপেক্ষ হয় নি। বিজেপি ছাড়া সকলকেই মানুষ গ্রহণ করেছে।

বিধায়ক জুন মালিয়া বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল একসঙ্গে সবাই কাজ করে মেদিনীপুরকে মডেল টাউন হিসেবে গড়ে তুলবো, সেই স্বপ্ন কাজে লাগানোর সুযোগ এসেছে। মেদিনীপুর পুরসভার ২০ টিতে জয়ী হয়েছি। মহিলাদের ১১ জন প্রার্থীর ৯ জন জয়ী হয়েছে। জীবনে সব কিছুই চ্যালেঞ্জ হিসেবে নিই, এটাও নিয়েছিলাম। এবার আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Paschim Medinipur Municipality Result

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.