Forest fire in West Midnapore’s Vadutala within 48 hours of foresters’ awareness campaign
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সচেতনতার প্রচার যাই থাকুক, গাছের শুকনো ঝরা পাতায় আগুন লাগার ছবি বারবার সামনে আসছে। রবিবার বনকর্তারা হিজলি থেকে শালবনীর আড়াবাড়ি পর্যন্ত সাইকেল যাত্রা করে শিকার বন্ধ ও জঙ্গলে আগুন না লাগানোর বার্তা দিয়ে। তার 48 ঘন্টার মধ্যে সোমবার শালবনীর ভাদুতলার জাতীয় সড়কের পাশে থাকা জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে পুড়তে থাকে একরের পর একর জঙ্গল।
আরও পড়ুন:- শহর জুড়ে পিকেটিং, মেদিনীপুর কলেজের অধ্যক্ষকে গাড়ি নিয়ে ঢুকতে বাধা
আরও পড়ুন:- লাইসেন্সবিহীন বাড়িতে মজুদ ছিল ৩৪ কেজি বারুদ, পূর্ব মেদিনীপুরে পুলিশের হাতে আটক অভিযুক্ত
ধোঁয়ায় ঢেকে যায় জাতীয় সড়ক। ধীরগতিতে যাতায়াত করে যানবাহন। চৈত্রের দাবদাহে আগুনের লেলিহান শিখা দেখে উদ্বিগ্ন মানুষজন। বন্য পশু পাখিও ধ্বংসের মুখে। খবর যায় ভাদুতলা বন দফতরে। পরিস্থিতি দেখে আগুন নেভাতে ডাকা হয় দমকলকে। দমকল ও বনকর্মীদের যৌথ প্রচেষ্টায় চলে আগুন নেভানোর কাজ। জঙ্গলে আগুন লাগার কথা স্বীকার করে ভাদুতলা রেঞ্জের আধিকারিক পাপন মোহান্ত বলেন, আমরা ও দমকলের কর্মীরা মিলে চেষ্টা করেছি আগুন নেভানোর।
Forest Fire
আরও পড়ুন:- মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে চাকা গড়াল না ৬০০ বেসরকারি বাসের
6-7 হেক্টর জঙ্গল পুড়ে গিয়েছে। তবে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে প্রচুর পাতা পড়ে থাকায়। তিনি বলেন সচেতনতার প্রচারে আরও জোর দেওয়া হবে। কিভাবে লাগলো আগুন? স্থানীয় বাসিন্দাদের অনুমান, ভাদুতলা-গোদাপিয়াশাল জঙ্গলের মাঝে অনেক বাইরের লরি দাঁড়ায়, চালক ও খালাসিরা শৌচকর্ম করার জন্য। তাদের কেউ ধূমপান করার সময় হয়তো আগুন লাগিয়ে দিতে পারে।
আরও পড়ুন:- আগামী পঞ্চায়েত ভোটে শালবনীতে বিজেপির দখলে থাকা পঞ্চায়েতগুলি পুনরুদ্ধারে প্রস্তুতি শুরু তৃণমূলের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Forest Fire
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore