Home » আস্থা দিদিতেই ! নিয়োগের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

আস্থা দিদিতেই ! নিয়োগের দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

by Biplabi Sabyasachi
0 comments

Job

আরও পড়ুন ঃ ভর্তি ফি কমানোর দাবিতে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়া উচ্চ বিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়াদের

“মমতা ব্যানার্জী প্রধানমন্ত্রী না হলে Ghatal Master Plan অসম্ভব”: দেব

পত্রিকা প্রতিনিধি: ২০১৪ সালের টেট (Tet)উত্তীর্ণ প্রাথমিক চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল পশ্চিম মেদিনীপুর(Paschim Medinipur) জেলা শাসক দপ্তরের সামনে। একটি স্মারকলিপিও জমা দেয়। তাদের দাবি, ২০২০ তে মুখ্যমন্ত্রী (chief Minister)ঘোষণা করেছিলেন টেট উত্তীর্ণ সমস্ত প্রশিক্ষিতদের ধীরে ধীরে চাকরি দেওয়া হবে। কিছু জন পেলেও এখনও অনেকে বঞ্চিত রয়েছে নিয়োগ থেকে। বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে কয়েক’শ এমন চাকুরি প্রার্থী হাজির হয়েছিলেন। প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড(D.El.Ed) ঐক্যমঞ্চের ব্যানারে শহরে মিছিলও করে।

নিজস্ব চিত্র

আরও পড়ুন ঃ পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিডিও অফিসে বিক্ষোভ আশাকর্মীদের

বিক্ষোভকারী এক চাকরি প্রার্থী বলেন, আমরা সকলেই প্রশিক্ষিত ২০১৪ সালের টেট পাশ করা চাকুরিপ্রার্থী। অনেক প্রশিক্ষিত টেট পাশ করা প্রার্থী চাকরি পেয়েছেন। তাই অবিলম্বে বাকিদেরও চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। এমন এক হাজারের বেশি জন রয়েছে বলে তাদের দাবি। সেই সমস্ত প্রার্থীরাই এদিন বিক্ষোভ দেখান। দাবি পূরণ না হলে কলকাতার রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সম্প্রতি শিক্ষা সংসদের দপ্তরেও বিক্ষোভ দেখিয়েছে চাকুরি প্রার্থীরা। তবে হুঁশিয়ারি বা বিক্ষোভ যায় দেখাক না কেন, ‘আস্থা দিদিতেই’। যা ঐক্যমঞ্চের ব্যানারের লেখা দেখলে পরিস্কার বোঝা যায়। তাতে লেখা রয়েছে, ‘দিদি আমরা অসহায়, আপনার প্রতিশ্রুতি আমাদের একমাত্র অবলম্বন। আপনি আমাদের পাশে দাঁড়ান’।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Job

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.