Road Accident
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। তারপরই ভাদুতলা-লালগড় পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আজ, মঙ্গলবার সকাল ১০.৩০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের শালবনির পাথরকুমি এলাকায়। মৃত ব্যক্তির নাম পিন্টু মাহাতো (৫০), বাড়ি শালবনি থানার দক্ষিণসোল গ্রামে।তিনি মেদিনীপুর আর আই অফিসে সরকারী কর্মচারী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় যে পিড়াকাটার দিক থেকে দ্রুতগতিতে আসা কোলকাতার সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান বাইক আরোহী পিন্টু মাহাতো কে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে । ঘটনাস্থলেই তিনি মারা যান।যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক পিকআপ ভ্যানটি কে আটক করেছে।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে মৃত কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য বিজেপির, তৃণমূলকে তোপ দিলীপের
আরও পড়ুন:- আধুনিক পদ্ধতিতে বক্স-ক্রাব টেকনোলজিতে কাঁকড়া চাষের প্রসার বাড়ছে পূর্ব মেদিনীপুরে
সেই সঙ্গে ওই পিকআপ ভ্যানের চালক কে ও পুলিশ আটক করেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত জন্য পাঠায় । ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পাশাপাশি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি কর্মচারী পিন্টু মাহাতোর পথ দুর্ঘটনায় মৃত্যু কে কেন্দ্র করে তার এলাকায় ও তার পরিবারে শোকের ছায়া নেমে আসে । পিড়াকাটা ফাঁড়ির পুলিশ ঠিক কি কারণে ওই ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্ত করার কাজ শুরু করেছে। স্থানীয়দের বক্তব্য, প্রায় এই এলাকায় ঘটে চলেছে পথ দুর্ঘটনা। প্রশাসন কোন গুরুত্ব দেয়নি। রাস্তায় হাম্প বসানোর পাশাপাশি ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আরও পড়ুন:- জেলা জুড়ে নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল রাধাষ্টমী উৎসব
আরও পড়ুন:- সুখবর! পুজোর আগেই খুলছে নয়াগ্রামের জঙ্গলকন্যা প্রকৃতি উদ্যান
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road Accident
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Road Accident
Web Desk, Biplabi Sabyasachi online paper: One person died in a road accident. After that the locals blocked the Vadutala-Lalgarh road. Today, the incident took place around 10.30 am on Tuesday in Patharkumi area of Shalbani in West Midnapore. The deceased was identified as Pintu Mahato, 50, of Dakshinsol village under Shalbani police station. According to local sources, the accident took place when Pintu Mahato, a pickup van carrying vegetables from Kolkata, was hit by a speeding vehicle coming from Pirakata. He died on the spot. As a result, tension spread in the area. Upon receiving the news, the police of Pirakata outpost went to the spot. Police went to the spot and arrested the deadly pickup van.
The driver of the pickup van was also arrested by the police. Police recovered the body and sent it to Midnapore Medical College Hospital morgue for autopsy. The incident sparked tensions in the area. Police from Pirakata outpost went to the spot and brought the situation under control. The death of government employee Pintu Mahato in a road accident has cast a shadow of mourning over his area and his family. The police of Pirakata outpost have started investigation to find out the exact cause of the incident. According to the locals, road accidents are happening in this area. The administration did not give any importance. They have demanded to set up humps on the roads as well as provide traffic police.