Duare Sarkar
পত্রিকা প্রতিনিধি: নয় বিরোধিতা, নয় ‘যমের দুয়ারে সরকার’ বলা, এবার সুষ্ঠুভাবে মানুষ যাতে ‘দুয়ারে সরকার’ শিবিরে সরকারি পরিষেবা পান তারই প্রস্তাব জমা দিল সিপিএম। বৃহস্পতিবার মেদিনীপুর শহর পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভায় একটি প্রস্তাব জমা দিয়েছে। বিধানসভা ভোটের আগে তৃণমূলের একপ্রকার ভোট কুশলী ছিল ‘দুয়ারে সরকার’। বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা যাতে সহজে মানুষজন পান তারই প্রচেষ্টা ছিল। শিবিরের পরে সুফল মিলছে শাসকদলের। সেই সময় বিজেপি, সিপিএম এই শিবিরের বিরোধিতা করতে ছাড়েনি। কটাক্ষ করে সিপিএমের এক নেতা বলেছিলেন ‘যমের দুয়ারে সরকার’। তবে বিরোধিতার পর এবারে প্রস্তাব নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের এক জেলা নেতা বলেন, বিজেপির সঙ্গে সুর মিলিয়ে বিরোধিতা করে বিধানসভা ভোটের পর সিপিএম বুঝতে পেরেছে ভুল করেছিল। তাই এবারে প্রস্তাব জানিয়েছে।
আরও পড়ুন:- চাকরি দাবিতে মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ
আরও পড়ুন:- এবার খোদ মেদিনীপুর শহরে পুলিশের জালে ” Fake IPS”, চাঞ্চল্য
Duare Sarkar
যদিও সিপিএম নেতা সুকুমার আচার্য বিরোধিতার বিষয়টি মানতে নারাজ। তিনি বলেন, সরকারী পরিষেবা যদি সহজভাবে মানুষ পান, সেই শিবির নিয়ে আমাদের পার্টির কোনো বিরূপ প্রতিক্রিয়া নেই। তবে কাজের ক্ষেত্রে কোনো অসংগতি থাকলে তা নিয়ে বিক্ষোভ, আন্দোলন হবে।বিরোধিতা থাকুক বা নাই থাকুক, বিধানসভা ভোটে তৃণমূলের জয়লাভের একটি হাতিয়ার ছিল ‘দুয়ারে সরকার’। তৃতীয়বারের জন্য সরকার গড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার শিবির’। এই শিবিরে নতুন প্রকল্প ‘লক্ষ্মী ভান্ডার’। তারই আবেদন করতে ব্যাপক ভিড়। ভয় থাকছে করোনার। বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে হাজার হাজার মানুষের হুড়োহুড়ির ছবি। যা দেখে শিউরে উঠেছেন অনেকে।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল জঙ্গলের রাস্তায় ছিনতাই! অভিযোগ জানানোর আগেই তৎপর পুলিশ
তৃতীয় ঢেউ আসার আগে এই ভিড় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশেষজ্ঞদেরও। এই ভিড় এড়িয়ে সুষ্ঠুভাবে কিভাবে শিবির পরিচালনা করা যায় তারই প্রস্তাব মেদিনীপুর পৌর প্রশাসককে জমা দিল সিপিএম। প্রস্তাবে জানানো হয়েছে, প্রতিটি ওয়ার্ডে দু’তিনটে বুথ নিয়ে আলাদা শিবির করার জন্য, এক সপ্তাহ পর নয়, টানা কয়েকদিন শিবির পরিচালনা করা, শিবিরে যাতে কোভিড নিয়ন্ত্রণ বিধি কঠোরভাবে মানা হয় এবং অযথা ভিড় যাতে না হয় সেই ব্যবস্থা করার। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মেদিনীপুর শহর পূর্ব এবং পশ্চিম এরিয়া কমিটির নেতা সুকুমার আচার্য।
আরও পড়ুন:- আন্ত:রাজ্য বাইক চুরি চক্রে যুক্ত থাকার অভিযোগ, ঝাড়গ্রামের সাঁকরাইলে গ্রেফতার ২
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Duare Sarkar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore