CAB President inspecting the land of the new stadium in Midnapore
ওয়েব ডেস্ক ,বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহর সংলগ্ন এলাকায় একটি বড় মাঠ ও স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিচ্ছে জেলা ক্রীড়া সংস্থা। তার লক্ষ্যেই বুধবার ওই প্রস্তাবিত জমি ও অরবিন্দ স্টেডিয়াম ঘুরে দেখলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। গত কিছুদিন ধরে অবিভক্ত মেদিনীপুর জেলার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলার ৩৪ টি দলকে নিয়ে একটি ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল মেদিনীপুর শহরে অরবিন্দ স্টেডিয়ামে।
আরও পড়ুন:- ‘ছাত্র-ছাত্রীদের শিখতে চাওয়ার ইচ্ছেটা যেন বেঁচে থাকে,’ মেদিনীপুর কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বললেন গুণীজনরা
আরও পড়ুন:- চোলাই মদ কারবারে নিরীহদের আটক করেছে আবগারি! মুক্তির দাবিতে পশ্চিম মেদিনীপুরে আবগারি দপ্তর ঘেরাও মহিলাদের
যার চূড়ান্ত ফাইনাল পর্বের খেলা ছিল বুধবার। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রিকেটারদের উৎসাহ দেওয়া এবং পশ্চিম মেদিনীপুরের ক্রিকেটারদের গড়ে তুলতে আরও একটি মাঠ তৈরীর জন্য পরিকাঠামো খতিয়ে দেখতে এসেছিলেন অভিষেক ডালমিয়া। তিনি বলেন, ভবিষ্যতের পরিকল্পনা একটু অন্যরকম রয়েছে।
Midnapore Stadium
আরও পড়ুন:- মেদিনীপুরে গোলকুয়াচক থেকে কোতোয়ালি বাজার পর্যন্ত রাস্তায় অবৈধ দোকান উচ্ছেদ পৌরসভার
আরও পড়ুন:- খড়্গপুরে দিন-দুপুরে টোটোতে মহিলার ব্যাগ ছিনতাই, তিন লক্ষাধিক টাকা ও মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীরা
সেজন্য প্রতিটি জেলাতে একটি ভালো মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে পরিকাঠামো দেখতে এসেছিলাম। সেই সঙ্গে যে সমস্ত ক্রিকেটারদের নিয়ে খেলার আয়োজন হয়েছে সেটাও দেখার দরকার ছিল। করোনা পরিস্থিতিতে এই খেলার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছে এটা ধন্যবাদযোগ্য।”
আরও পড়ুন:- বীরভূমের ঘটনার নিন্দায় মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ সিপিএমের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore Stadium
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore