Home » পাখির চোখ ২০২৪-এর লোকসভা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদল

পাখির চোখ ২০২৪-এর লোকসভা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের সাংগঠনিক রদবদল

by Biplabi Sabyasachi
0 comments

Lok Sabha 2024

আরও পড়ুন ঃ তৃণমূলের পাশাপাশি রাজ্য সরকারের ‘খেলা হবে’ দিবস পালন মেদিনীপুর কোতোয়ালি পুলিশে

পত্রিকা প্রতিনিধি: ২০২১ এর বিধানসভা নির্বাচনে বিপুল জয়লাভের পর এবার পাখির চোখ ২০২৪ এর লোকসভা। তার আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তৃণমূলে। বাংলায় লোকসভায় ৪২ এ ৪২ আসন পেতে রাজ্যজুড়ে এই রদবদল বলে তৃণমূল সূত্রে খবর। তারই ধারাবাহিকতায় পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলাতেও তৃণমূলের একাধিক সাংগঠনিক পদে রদবদল। জেলায় সভাপতি ছিলেন অজিত মাইতি (Ajit Maity)। তার জায়গায় এলেন সুজয় হাজরা (Sujit Hazra)। অজিত মাইতি এবারে পিংলা বিধানসভার বিধায়ক। অনেকের মতে, বিধানসভা ভোটে যখন ‘এবার ২০০ পার’ বিজেপির শ্লোগান জেলায় দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক সেই মুহূর্তে সুজয় হাজরার ভূমিকা ছিল চোখে পড়ার মতো। যে কারণে দল তাঁকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে। সুজয় হাজরা বলেন, দল দায়িত্ব দিয়েছে এর জন্য ভালো লাগছে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশিত পথেই দলকে এগিয়ে নিয়ে যাব। অন্যদিকে জেলার যুব সভাপতি ছিলেন প্রসেনজিৎ চক্রবর্তী (Prasenjit Chakraborty), তার পরিবর্তে শালবনী (Shalboni) পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ তথা যুবনেতা সন্দীপ সিংহকে (Sandip Singha) দায়িত্ব দিয়েছে।

Rich results in Google SERP when searching for "Lok Sabha 2024"
নিজস্ব চিত্র

বিধানসভা ভোটে জুন মালিয়া (June Mallya) ও শ্রীকান্ত মাহাতোর (Srikanta Mahato) হয়ে প্রচারে সাফল্য আসার পিছনে সন্দীপ সিংহের প্রচার ছিল। সন্দীপ সিংহ জানান, দল বড় দায়িত্ব দিয়েছে। যুব সংগঠনকে আরো কিভাবে মজবুত এবং সংগঠিত করা যায় তিনি চেষ্টা করবেন। অন্যদিকে মহিলা সভানেত্রী শিউলি সাহার (Shiuli Saha)জায়গায় রাজ্য সম্পাদিকা কল্পনা সীট (Kalpana Shit)। শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (I.N.T.T.U.C) জেলা সভাপতি হলেন শৈবাল গিরি (Shaibal Giri)। তবে জেলা চেয়ারম্যান হিসেবে রয়েছেন দীনেন রায় (Dinen Roy)। মেদিনীপুর (Midnapore) শহর সভাপতি হিসেবে পুণরায় বিশ্বনাথ পাণ্ডব(Biswanath Pandab)। খড়্গপুরে বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর এবার সভাপতি হচ্ছেন দিব্যেন্দু পাল (Dibyendu Pal)। অন্যদিকে ঝাড়গ্রাম জেলাতেও বদল হয়েছে।

Lok Sabha 2024

আরও পড়ুন ঃ মাঠের অর্ধেক ভাগের দাবি চেয়ে পথ অবরোধ পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটা এলাকায়

জেলার সভাপতি হলেন দেবনাথ হাঁসদা (Debnath Hansda), চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু (Birbaha Soren Tudu)। জেলা মহিলা সভানেত্রী নিয়তী মাহাতো (Niyati Mahato), যুব সভাপতি সুরজিত হাঁসদা (Surajit Hansda)। ঘাটাল সাংগঠনিক কমিটিতেও রদবদল তৃণমূলে। জেলা সভাপতি আশীষ হুতাইত (Ashish Hutait), মহিলা সভানেত্রী কাবেরী চাটার্জী (Kaberi Chatterjee), যুব সভানেত্রী দিপালী সিং (Dipali Singha), চেয়ারম্যান অমল পান্ডা (Amal Panda)। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur), ঝাড়গ্রাম (Jhargram)ও ঘাটালে (Ghatal) দায়িত্ব পাওয়া নেতারা জানান, ২০২৪ প্রধানমন্ত্রী (Prime Minister) হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠিত করতে জেলায় সংগঠনকে আরও মজবুত করে তুলবেন।প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত বলেন, “২০২১ লড়াই হয়েছে ২০২৪ ও লড়াই হবে।”

আরও পড়ুন ঃ উন্নততর জেলা গঠনের শপথ নিয়ে স্বাধীনতা দিবস পালিত হল দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রামে

আরও পড়ুন ঃ সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু, পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনায় চাঞ্চল্য

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lok Sabha 2024

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.