Home » Biodiversity Park : পশ্চিম মেদিনীপুরে পিংলা মহাবিদ্যালয়ের ৯ একর জমিতে হতে চলেছে জীব-বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা

Biodiversity Park : পশ্চিম মেদিনীপুরে পিংলা মহাবিদ্যালয়ের ৯ একর জমিতে হতে চলেছে জীব-বৈচিত্র্য পার্ক, উপকৃত হবে পড়ুয়ারা

by Biplabi Sabyasachi
0 comments

Biodiversity Park to be set up on 9 acres of land of Pingla College in West Midnapore

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লক সংলগ্ন পিংলা মহাবিদ্যালয়ে তৈরি হবে “জীব বৈচিত্র্য পার্ক” (বায়ো ডাইভার্সিটি)। এতে উপকৃত হবে পড়ুয়ারা। খুব শীঘ্রই সাধারণের জন্য উদ্বোধন করা হবে। তার আগে পরিদর্শন করলেন বায়ো ডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ডঃ হিমাদ্রি শেখর দেবনাথ, রিসার্চ অফিসার ডঃ অনির্বান রায়, জেলার কো-অর্ডিনেটর দেবজ্যোতি নন্দ, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ সুকুমার চন্দ্র সহ বিশেষ ব্যক্তিবর্গ। অধ্যক্ষ জানান, “বিনোদন ও শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে এই পার্কটি।”

আরও পড়ুন:- গত ১২ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরের তিন জঙ্গলে ভয়াবহ আগুন, নেভালেন দমকল কর্মীর‍া

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- ঠিক যেন ‘স্পেশাল ২৬’ সিনেমা! পশ্চিম মেদিনীপুরে আয়কর আধিকারিক পরিচয় দিয়ে দুঃসাহসিক ডাকাতি ব্যবসায়ীর বাড়িতে

এলাকায় পাথুরে ও মোরাম মাটিকে কেটে একটি বায়ো ডাইভার্সিটি পার্ক তৈরি করা হয়েছে। বাংলায় যাকে বলা হয় জীব-বৈচিত্র্য পার্ক। যেখানে সাধারণ গাছপালা ছাড়াও হারিয়ে যাওয়া বহু গাছপালা এখানে দেখা যাবে। প্রকৃতিতে দেখা যায় না এমন সব গাছ লাগানো হয়েছে এই পার্কের মধ্যে। নতুন প্রজন্মকে হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে পরিচয় করাতে এই পার্ক তৈরি করা হয়েছে। প্রায় ৯ একর জমিতে এই পার্ক তৈরি সম্পন্ন প্রায়। পার্কের মধ্যে ‘অভায়ারণ্য’ এর মত একটি অভয়া পুকুর তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

Biodiversity Park

আরও পড়ুন:- বনকর্তাদের সচেতনতা প্রচারের ৪৮ ঘন্টার মধ্যে পশ্চিম মেদিনীপুরের ভাদুতলা জঙ্গলে আগুন, নেভাল দমকল

Advertisement

আরও পড়ুন:- শহর জুড়ে পিকেটিং, মেদিনীপুর কলেজের অধ্যক্ষকে গাড়ি নিয়ে ঢুকতে বাধা

যেখানে হারিয়ে যাওয়া বা বিলুপ্ত হয়ে যাওয়া কয়েকশো প্রজাতির বিভিন্ন রকম মাছ ছাড়া হবে। ওয়েস্ট বেঙ্গল বায়ো ডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান ড: হিমাদ্রি শেখর দেবনাথ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখে কথা বলেন দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে। তিনি বলেন, “এই পার্কটি বিনোদন, সংরক্ষণ এবং পুরনো হারিয়ে যাওয়া জীব বৈচিত্রকে ফিরিয়ে আনার জন্য তৈরি করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের জন্য উপযুক্ত শিক্ষণ হবে জীব-বৈচিত্র্য বিষয়ে।” তিনি আরও জানিয়েছেন, রাজ্যের প্রতিটি ব্লকেই এই ধরনের পার্ক তৈরি করা হবে।”

আরও পড়ুন:- লাইসেন্সবিহীন বাড়িতে মজুদ ছিল ৩৪ কেজি বারুদ, পূর্ব মেদিনীপুরে পুলিশের হাতে আটক অভিযুক্ত

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Biodiversity Park

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.