Kali Puja 2021
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: লেগে রয়েছে নিত্যদিন হাতির হানা। হাতির পাল সরাতে নাজেহাল বন দফতর। এরই মাঝে ঘটে চলেছে হাতির হানায় প্রাণহানির ঘটনা। সমস্ত বিষয় নিয়ে সতর্কবার্তা দিল মেদিনীপুর বনবিভাগের বনকর্মীরা। চাঁদড়া রেঞ্জের গুড়গুড়িপাল ফরেস্ট অফিসে বন দফতরের আয়োজিত কালী পুজোতেও উঠে এল সেই চিত্র। খড় দিয়ে তৈরি মন্ডপের আশেপাশে লাগানো হয়েছে সচেতনতামূলক পোস্টার। পোস্টারে দেখা গিয়েছে, হাতি তাড়া করে নিয়ে আসছে দুই যুবককে। তাতেও হুঁশ ফিরে নি। এক যুবক মোবাইলে ছবি তুলতে ব্যস্ত।
আরও পড়ুন:– মেদিনীপুরের লছি পোদ্দার কালী বাড়ির গা ছমছম করা অজানা কাহিনী,পড়ুন বিস্তারিত
আরও পড়ুন:– কম শব্দবাজির দাপট, আলোর রোশনাই মেতে উঠল মেদিনীপুর জেলাবাসী
আরও পড়ুন:– দাসপুরে প্রাকৃতিক দুর্যোগে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য মহকুমা শাসকের
বন দফতরের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, হাতিকে উত্যক্ত না করা এবং মোবাইলে নিজস্বী তোলা থেকে বিরত থাকার। পাশাপাশি গাছ বাঁচানো এবং বন্যপ্রাণ শিকার বা হত্যা করা থেকে বিরত থাকার বার্তাও দেওয়া হয়েছে। অন্যদিকে দলমাল দাঁতাল বাহিনী মেদিনীপুর সদরের বাগডুবি, গুড়গুড়িপাল এলাকা দাপিয়ে বেড়াচ্ছে কালী পুজোতেও। বৃহস্পতিবার রাতে শালিকা গ্রামের ধান জমিতে নেমে পড়ে 25 টি হাতি। তার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলছিল কালীপুজো।
Kali Puja 2021
আরও পড়ুন:– মহারাষ্ট্র থেকে বাংলাদেশ প্রায় ৩০০০ কিমি সদভবনা যাত্রা ‘স্নেহালয়ে’-র
আরও পড়ুন:– দুই মেদিনীপুরে প্রায় সাড়ে ৩ কুইন্ট্যালেরও বেশী নিষিদ্ধ বাজি উদ্ধার, পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার ৫৩
আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বন দফতরের লোকজন এসে হাতির পালকে তাড়িয়ে কংসাবতী নদী পার করে মানিকপাড়া বনাঞ্চল এলাকায় পাঠিয়ে দেয়। ভোর বেলা পুনরায় একই পথ ধরে লোহাটিকরীর জঙ্গলে প্রবেশ করে। ফলে সন্ধ্যা হলে ফের হাতির হানার আশংকা স্থানীয়দের।
আরও পড়ুন:– দীপাবলিতে হুলার আগুন নিয়েই হাতি তাড়াতে ব্যস্ত মেদিনীপুর সদরের বাসিন্দারা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kali Puja 2021
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: There are daily elephant attacks. Forest Department busy removing elephant herds. In the meantime, there have been incidents of elephants attack. The forest workers of the Midnapore forest department warned about all the issues. The image also surfaced at the Kali Puja organized by the Forest Department at the Gurguripal Forest Office in Chandra Range. Awareness posters have been put up around the mandapa made of straw. The poster shows two young men being chased by elephants. He did not regain consciousness. A young man is busy taking pictures on his mobile phone.
A message has been issued by the forest department not to harass the elephants and to refrain from taking their own on mobile phones. In addition, the message has been given to save the trees and to refrain from hunting or killing wild animals. On the other hand, the Dalmal Dantal force is also trampling Bagdubi and Gurguripal areas of Midnapore Sadar in Kali Pujo. On Thursday night, 25 elephants fell on the paddy land of Shalika village. Kali puja was walking a stone’s throw away from him.
The locals panicked. The people of the forest department came and drove the elephant herd across the Kangsavati river and sent it to the Manikpara forest area. At dawn, he again entered the forest of Lohatikari by the same route. As a result, the locals fear that the elephants will attack again in the evening.