Home » মেদিনীপুরের হোম থেকে পলাতক এক আবাসিক উদ্ধার, বাকি ২ জনের খোঁজে পুলিশ

মেদিনীপুরের হোম থেকে পলাতক এক আবাসিক উদ্ধার, বাকি ২ জনের খোঁজে পুলিশ

by Biplabi Sabyasachi
0 comments

Fugitive resident rescue

পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুরের (Midnapore) সরকারি হোম বিদ্যাসাগর বালিকা ভবন (Vidyasagar Balika Bhavan) থেকে পালিয়ে যাওয়া এক আবাসিককে শনিবার উদ্ধার করে পুলিশ। গত ১ জুলাই এই হোম থেকে তিন মহিলা নিখোঁজ হন। পরে দেখা যায় জানালা ভেঙে পাঁচিল টপকে তারা পালিয়ে গিয়েছে। উল্লেখ্য পালিয়ে যাওয়া ওই তিন আবাসিকের মধ্যে সুস্মিতা কালসার (Susmita Kalsa)বাড়ি মেদিনীপুর (Midnapore) সদর ব্লকের পাঁচক্ষুরি (Panchkhuri) এলাকায়, লক্ষী রাজপুতের (Laxmi Rajput) বাড়ি খড়গপুর (Kharagpur) লোকাল থানার গোকুলপুরে (Gokulpur) , অপরজন আশা সরদার (Asha Sarada) যাকে কয়েকদিন আগে নদিয়ার (Nadia) একটি হোম থেকে নিয়ে আসা হয়েছিল। এই তিনজন গত ১ লা জুলাই ভোর রাতে হোমের পাঁচিল টপকে পালিয়ে যায়। ঠিক ৪ মাস আগে এভাবেই পালিয়ে গিয়েছিল ৩ আবাসিক। পরে খোঁজ চালিয়ে পুলিশ তাদের ফিরিয়ে নিয়ে আসে।

আরও পড়ুন:- মেদিনীপুর শহরে সাতসকালে উদ্ধার অপরিচিত যুবকের মৃতদেহ

নিজস্ব চিত্র

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরের দুই মহিলা মাদুর শিল্পী পাচ্ছেন রাষ্ট্রপতি পুরস্কার , সংবর্ধনা দিলেন মন্ত্রী

তার আগেও বহুবার এই হোম থেকে আবাসিকদের পালানোর ঘটনা ঘটেছে।মেদিনীপুর (Medinipur) কোতোয়ালি (Kotowali) থানার এক আধিকারিক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার খড়্গপুর লোকাল থানা এলাকার গঙ্গাধরপুর (Gangadhar) থেকে একজনকে উদ্ধার করা হয়। এক মাস আগে সে বিয়েও করে নিয়েছে। তারই সূত্র ধরে বিয়ের ব্যাপারে তাকে সহযোগিতা করার অভিযোগে খড়্গপুর লোকাল থানা এলাকারই বলরামপুর (Balarampur) থেকে এদিনই এক যুবককে গ্রেপ্তার করে পুলিস। এদিন ধৃত দেবু মণ্ডলকে (Dedu Mandal) আদালতে হাজির করা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা গিয়েছে, বাকি দুই মহিলার খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিয়েছে পুলিশ।

আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার হওয়া ভুয়ো সাংবাদিককে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Fugitive resident rescue

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.