Child Death
পত্রিকা প্রতিনিধি: বাবা মায়ের সাথে বেড়াতে এসে মৃত্যু ঘটল শিশুর। গত বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম (Jhargram) জেলার বেলপাহাড়ি (Belpahari) থানার ঘাগরা (Ghagra) জলপ্রপাত (Waterfall) এলাকায়। মৃত শিশুর নাম সমৃদ্ধ দাস (Samriddha Das) , বয়স ৮ বছর। সে স্থানীয় নার্সারি স্কুলে পড়াশুনা করতো। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা (South 24 parganas) জেলার বারুইপুরের (Baruipur) দত্তপাড়া (Duttapara) এলাকায় । মঙ্গলবার বাবা-মা ও পরিবারের অন্যান্যদের সাথে বারুইপুর থেকে ঝাড়গ্রামে বেড়াতে আসে। তারা ঝাড়গ্রাম এর একটি বেসরকারি অতিথি নিবাসে ছিল। সেখান থেকে বৃহস্পতিবার গাড়িতে করে পরিবারের সকলে বেলপাহাড়ীর কয়েকটি এলাকা ঘুরে দেখেন। এরপর তারা যান ঘাগরা জলপ্রপাত এলাকায়। সেখানে যখন তারা যান দেখছিলেন সেই সময় কোনোক্রমে পা ফস্কে সমৃদ্ধ দাস ঘাগরা জলপ্রপাতে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করার জন্য তার বাবা সুশান্ত দাস (Sushanta Das) নেমে পড়ে। কিন্তু জলের স্রোত বেশী থাকায় সমৃদ্ধ দাস কে উদ্ধার করা তার বাবার পক্ষে সম্ভব হয়নি।
আরও পড়ুন:- বিরোধিতা নয়! সুষ্ঠুভাবে দুয়ারে সরকার শিবির নিয়ে মেদিনীপুর পুরসভায় গঠনমূলক প্রস্তাব জমা সিপিএমের
আরও পড়ুন:- চাকরি দাবিতে মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ, পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভ
Child Death
কোনক্রমে তার বাবা প্রাণে বাঁচলে ও শিশুটি কে বাঁচানো যায়নি। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় পাথরের লকগেটে আটকে থাকা ওই আট বছরের শিশুকে উদ্ধার করে। তাঁর পরিবারের লোকেরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বাবা,মা সহ পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়েন। বেড়াতে এসেও এমন মর্মান্তিক ঘটনা ঘটবে তারা স্বপ্নেও ভাবতে পারেননি। বেলপাহাড়ি থানার পুলিশ ওই শিশুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই ঘটনার পর তার বাবা ও মা কথাই বলতে পারেননি দীর্ঘক্ষণ । কান্নায় বুক ভাসান সকলেই। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। যেখানে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন পর্যটকরা বেড়াতে আসেন সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটায় রীতিমত অবাক হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
আরও পড়ুন:- এবার খোদ মেদিনীপুর শহরে পুলিশের জালে ” Fake IPS”, চাঞ্চল্য
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Child Death
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore