ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দপ্তরে ঢুকে মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনার পর থেকেই থমথমে এলাকা, দফায় দফায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।আতঙ্কে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসছেন না অনেক কর্মী। ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন প্রধান,যতক্ষণ পর্যন্ত না দোষীরা শাস্তি পায় আর সমস্যার সমাধান না হয় ততদিন আমরা কেউ কার্য্যালয়ে যাবোনা, এমনটাই জানিয়েছেন ঘটনায় ক্ষুব্ধ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
সোমবার দুপুরে চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বান্দিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধানের রুমে ঢুকে প্রধানকে বেধড়ক মারধরের ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি ঝাঁকরা এলাকায়।আজ সকাল থেকে দফায় দফায় এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ।আতঙ্কে গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে আসছে না কর্মী,নিরাপত্তাহীনতায় ভুগছে তারা জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুন সামন্ত।অন্যান্য দিনের তুলনায় আজ কর্মী সংখ্যা অনেকটাই কম বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে।
সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কিছু না বললেও অঞ্চল কর্মীরা যে আতঙ্কিত তা স্পষ্ট।এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপ- প্রধান তরুণ সামন্ত বলেন,দুটো গোষ্ঠীর মধ্যে যেভাবে লড়াই চলছে দুই গোষ্ঠীর মাঝখান পড়ে গিয়েছি আমরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানরা।এতে দপ্তরের কর্মীরাও ভীতসন্ত্রস্ত,আমাদের সদস্য এবং প্রধানরা নিরাপত্তা পাচ্ছিনা।সেই ভয়ে আমাদের কর্মীরাও তারাও নিরাপত্তা না পাওয়ার জন্য আসছে না। যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দপ্তরে যাব না বাড়িতেই বসে থাকবো,এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা।বিডিও থেকে পুলিশ প্রশাসন কেউ আমাদের দেখছে না,ঘটনার তদন্তও হচ্ছে না।”
Paschim Medinipur
আরও পড়ুন : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির
আরও পড়ুন : সময়সীমার আগেই বঙ্গে প্রবেশ বর্ষা কাল, আগামী দিনে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
একপ্রকার গতকালের ঘটনার পর ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিলেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্ত।প্রসঙ্গত,গতকাল বান্দিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কার্য্যালয়ে পঞ্চায়েত প্রধান পিঙ্কি দোলই তার রুমেই বসেছিলেন,আচমকাই ১০-১২ জন মহিলা প্রধানের রুমে ঢুকে কিছু বুঝে উঠার আগেই প্রধানকে মারধর শুরু করে এমনকি প্রধানের চুলের মুঠো ধরে টেবিলে ফেলে মারধর চলে।পরে চুলের মুঠো ধরে প্রধানকে টানতে টানতে বাইরে বের করে মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়।আর এই পুরো ঘটনা দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।যা প্রকাশ্য আসতেই স্তম্ভিত সকলেই।গতকালের ঘটনায় এখনও ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মহিলা প্রধান পিঙ্কি দোলই।
প্রধানের অভিযোগ করেন তার দলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে,যদিও তিনি অভিযোগ অস্বীকার করেছেন।গ্রাম পঞ্চায়েত প্রধানকে মারধরের ঘটনায় দলের গোষ্ঠী কোন্দল সামনে আসে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছে খোদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ কর্মীরা।পরিস্থিতি সামাল দিতে আজ বিধায়ক,ব্লক সভাপতিকে নিয়ে চন্দ্রকোনা থানায় পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিষ হুদাইত।দ্রুত সমস্যা সমাধান করা ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে কেউ রেয়াত পাবেনা বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Paschim Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper