Kharagpur Municipality : সোমবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরোধী শিবিরের চারজন কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। এর মধ্যে রয়েছেন বিজেপি কাউন্সিলরও। যার ফলে এই পৌর এলাকার ৩৫ টি ওয়ার্ডের পঁচিশটা দখলে এল তৃণমূলের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুর খড়্গপুর পৌরসভায় আরও খানিকটা ক্ষমতা বেড়ে গেল শাসকদল তৃণমূলের। সোমবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিরোধী শিবিরের চারজন কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে। এর মধ্যে রয়েছেন বিজেপি কাউন্সিলরও। যার ফলে এই পৌর এলাকার ৩৫ টি ওয়ার্ডের পঁচিশটা দখলে এল তৃণমূলের। পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার জানান, “পৌর এলাকার কাজকর্মের ক্ষেত্রে আরও দায়িত্ব বাড়লো।”
দীর্ঘদিন ধরে খড়্গপুর পৌরসভা কংগ্রেসের ছিল। কিন্তু গত এক দশক পুরোপুরি তৃণমূলের। গত পৌর নির্বাচনে খড়গপুর পৌরসভা এলাকায় ৩৫ টি ওয়ার্ডের ২১ টি এককভাবে দখল করতে পেরেছিল তৃণমূল। তাই একক ভাবে বোর্ড গঠন করে কাজ শুরু হয়েছিল। তবে বিজেপি পেয়েছিল ৬টি, কংগ্রেস ৬টি নির্দল ১টি, বামেদের ১টি। সোমবার তৃণমূলে যোগ দেওয়া কাউন্সিলরদের হাতে পতাকা তুলে দিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতি।
এদিন তৃণমূলে যোগ দিয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর ফিদা হুসেন। ১৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বান্তা মূর্লি, ২৪ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর তপন প্রধান, ৩২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মুকেশ হামান্নি। তৃণমূলের জেলা চেয়ারম্যান অজিত মাইতি বলেন, “শুধু বিজেপি নয়, অন্যান্য লোকজনেরাও বুঝতে পেরেছেন তৃণমূল ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই সকলেই ধীরে ধীরে তৃণমূলে হাত মেলাচ্ছে।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
ATM Fraud
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore