Duare Sarkar
পত্রিকা প্রতিনিধি: দুয়ারে সরকার শিবির নিয়ে বিরোধীদের কটাক্ষ থাকলেও মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালে বাম দল এসইউসিআই-এর পক্ষ থেকে দুয়ারে সরকার শিবিরে সহযোগিতা করতে দেখা গেল। বুধবার ছিল মনিদহ গ্রাম পঞ্চায়েতে ‘দুয়ারে সরকার শিবির। কয়েক হাজার মানুষের ভিড়ে ঠাসাঠাসি। লাইন দিয়ে ফর্ম তোলার পর হয়রানি হতে হয় পূরণেও। কেউ কেউ নিজে পূরণ করতে পারলেও অধিকাংশ জন সহায়তা কেন্দ্রগুলি থেকে পূরণ করে জমা দিচ্ছেন। গুড়গুড়িপালে এই দুয়ারে সরকার শিবির লাগোয়া পার্টি অফিসে বসে রীতিমতো নিজেদের দলের ব্যানার, পোস্টার লাগিয়ে এসইউসিআই ও কৃষক সংগঠন এআইকেকেএমএস দলের নেতা, কর্মীরা সাধারণ মানুষকে সহযোগিতা করলেন শিবিরের সুবিধা পাওয়ার।
আরও পড়ুন:- Contai Co-Operative Bank -এর চেয়ারম্যান পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী
আরও পড়ুন:- ‘রঙ’ বদলালেও পশ্চিম মেদিনীপুরের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতে বদলাচ্ছে না প্রধান ও উপপ্রধান
আরও পড়ুন:- ‘বজ্ররোধী ছাতা’-র মডেল তৈরী করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পূর্ব মেদিনীপুরের শ্রেয়কের
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে সাতসকালে উদ্ধার অপরিচিত যুবকের মৃতদেহ
Duare Sarkar
তাদের ফর্ম পূরণ করে দিয়ে, বিভিন্ন রকম পরামর্শ দিলেন কোন সুবিধা কিভাবে পাওয়া যাবে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ফর্ম পূরণ করতে আসা কৃষকদের জানালেন ‘কৃষি আইন’ কৃষকদের সর্বনাশ করবে। মেদিনীপুর গ্রামীণের এসইউসিআই-এর সম্পাদক স্বপন পাত্র বলেন, ফর্ম পূরণ করে জমা দিতে মানুষকে হয়রানি হতে হচ্ছে। যাতে সাধারণ সুবিধা পান তার জন্য সহায়তা কেন্দ্র করা হয়েছে। তৃণমূল নেতা নয়ন দে বলেন, দুয়ারে সরকার নিয়ে সিপিএম, বিজেপির মতো এসইউসিআই কোনো বিদ্রুপ বা কটাক্ষ করেনি। সব দলেরই উচিত মানুষকে সাহায্য করা সরকারি পরিষেবা পাওয়ার জন্য। গত নির্বাচনের আগে এই গুড়গুড়িপাল এলাকাতেই দুয়ারে সরকার শিবিরে ফর্ম পূরণ করে দিয়ে সহযোগিতা করতে দেখা গিয়েছিল বিজেপির নেতা কর্মীদের। এবারে অবশ্য তাঁদের দেখা মিলেনি।
আরও পড়ুন:- মেদিনীপুর শহরে যানজট এড়াতে সক্রিয় পুলিশ, সরিয়ে দিল রাস্তার দুপাশের গাড়ি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Duare Sarkar
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore