পত্রিকা প্রতিনিধি: এবার মেদিনীপুর শহরে করোনার আতঙ্ক ছড়াল, এক প্রৌঢ়ের সংক্রমণের খবর মিলল। শহরের সুভানগরের এক সরকারি আবাসনে নিজের সরকারি চাকুরে ছেলের সাথে থাকতেন ওই বৃদ্ধ । তাঁর ছেলে মঙ্গল পান্ডে সরণিতে পূ্র্ত দফতরের একটি অফিসে কর্মরত। জানা গিয়েছে গত রবিবার (৫ জুলাই) ছেলের সাথে ওই প্রৌঢ় হৃদরোগের চিকিৎসা (অ্যাঞ্জিওপ্লাস্টি) করাতে কলকাতায় গিয়েছিলেন। সেখানে ওই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলে মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতরকে এই বিষয়ে জানানোর পরই তাঁর পরিজনদের কোয়ারেন্টাইন করে আবাসনটি স্যানিটাইজ করা হয়। আবাসনের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। ‘এম’ ব্লকের ওই কোয়াটারটি কন্টেইনমেন্ট জোন করা হয়। শুধু তাই নয় ওদের বাড়িতে কাজ করা পরিচারিকাকে নিয়েও শহরের সিপাই বাজার রাইদান পাড়াতে বুধবার সকালে আতঙ্ক ছড়ায় । তবে ওই পরিচারিকা জানিয়েছেন গত ৩০ জুন থেকে তিনি ওই বাড়িতে কাজে যাননি । এদিকে শহরের পূর্ত দপ্তরের যে অফিসে আক্রান্ত ছেলে কর্মরত সেই অফিসটি বুধবারদিন স্যানিটাইজ করা হয়েছে অফিস কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে । যদিও অফিস সূত্রের খবর ওই ব্যক্তি গত সপ্তাহের শেষ কয়েক দিন ছুটিতে ছিলেন এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে ।
অপরদিকে সুপার স্পেশালিটি হাসপাতালে করণ আক্রান্ত ৫ জন স্বাস্থ্য কর্মীর মধ্যে একজন নার্স (৫২) এর বাড়ি শহরের ধর্মার কাছে ৯ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরে। যদিও তিনি বেশিরভাগ সময়ই থাকতেন বলে স্বাস্থ্য ভবন সূত্রের খবর তবে তার পরিজন যেহেতু বিবেকানন্দ নগরের বাড়িতেই থাকেন তাই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে পক্ষ থেকে। এদিন ওই এলাকা স্যানিটাইজার করা হয়েছে।
0
previous post