Education
আরও পড়ুন ঃ– ঘাটালে Mamata Banerjee, জলে নেমে দেখলেন বন্যা পরিস্থিতি,সঙ্গে রয়েছেন দেব
পত্রিকা প্রতিনিধি: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর পর স্কুল খোলার ভাবনা চলছে। তবে বিশেষজ্ঞদের ধারণা তখন করোনা তৃতীয় ঢেউ (Corona Third Wave)আসতে পারে। ফলে বন্ধ রাখতেই হবে স্কুল-কলেজ। তাই পুজোর পর নয় এখনই খোলা হোক স্কুল-কলেজ, এমনটাই দাবি অধ্যাপকদের। অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা, দ্রুত টিকাকরণ, সরকারী উদ্যোগে কোভিড বিধি মান্যতার জন্য পরিকাঠামো গড়ে তোলার দাবিতে শহরের মেদিনীপুর কলেজের(Medinipur College) সামনে পথসভা করলো কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন ‘অধ্যাপক সংহতি মঞ্চ’। উপস্থিত ছিলেন, অধ্যাপক প্রভঞ্জন জানা(Pravanjan Jana), অধ্যাপক দেবাশিস আইচ(Debasish Aich), অধ্যাপক মঙ্গল নায়ক(Mangal Nayek), অধ্যাপিকা বঙ্গবতী হাঁসদা (Bangabati Hansda) সহ অন্যান্যরা। বক্তারা সকলেই অবিলম্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার দাবি তোলেন।
আরও পড়ুন ঃ– পশ্চিম মেদিনীপুরে ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির
অধ্যাপক দেবাশিষ আইচ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ড্রপআউট (Dropout)যেমন বাড়ছে তেমনি ক্রমাগত শিক্ষার ব্যয়ভার বাড়ার কারনে শিক্ষার প্রতি মানুষের আগ্রহ কমছে। অতিমারীর এই সুযোগকে কাজে লাগিয়ে কেন্দ্রীয় সরকার জাতীয় শিক্ষানীতিকে কার্যকর করে শিক্ষার সার্বিক বেসরকারি করে কর্পোরেটদের(Corporate) হাতে তুলে দিতে চাইছে। মঙ্গল নায়ক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ অনেকখানি কমেছে। দেশের বহু রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। রাজ্য সরকার যদি এখনই শিক্ষা প্রতিষ্ঠান না খুলে তাহলে পুজোর পর করোনার তৃতীয় ঢেউ এলে তখন আর খোলা সম্ভব হবে না। অতিমারীর ফলে শিশু মনন, ছাত্র ছাত্রীদের মনন জগৎ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা আগামিদিনে ভয়াবহ সামাজিক ক্ষত ও নৈতিক অবক্ষয় ডেকে আনবে।
আরও পড়ুন ঃ– বিজেপির প্রধানকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত দখল তৃণমূলের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Education
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore