Home » পুজোতে যানযট রুখতে “নো এন্ট্রি” দাঁতনে

পুজোতে যানযট রুখতে “নো এন্ট্রি” দাঁতনে

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: পুজো শুরু হয়েছে।ফলতঃ ভিড় এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।এবার কলকাতা সহ বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রনে বাংলা-ওড়িষ্যা সীমান্ত দাঁতনে ‘নো এন্ট্রি’ পুলিশের।সোমবার থেকে অতি প্রয়োজনীয় গাড়ি ছাড়া বাকি পন্যবাহী গাড়ি বিকেল থেকে বন্ধ রাখা হয়েছে।জানা গিয়েছে মেদিনীপুর, কলকাতা সহ বিভিন্ন এলাকায় যানযট এড়াতে জেলা পুলিশের উদ্যোগে দাঁতন থানার বামনপুকুরে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় জাতীয় সড়ক।পুলিশের বক্তব্য-“দুর্গাপুজা তে ভিড় এড়াতে তৃতীয়া থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।পুজোর বেশ কটা দিন এই নো এন্ট্রি চলবে।” Dantan No Entry, Dantan No Entry, Dantan No Entry, Paschim Medinipur news, Dantan Bengali news, biplabi Sabyasachi news

আরো পড়ুন- বেলদায় বিশাল মিছিল তৃণমূল যুব সংগঠনের, নেই শুভেন্দুর নাম-গন্ধ

আরো পড়ুন- করোনা আবহে এগরায় জোরকদমে চলছে দুর্গা পূজোর প্রস্তুতি

অপরদিকে বাংলা ও বাঙালির সেরা উৎসবে বড় ধাক্কা দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুজোর ওপর কোনও নিষেধাজ্ঞা জারি না করে রাজ্যের সমস্ত মণ্ডপে দর্শনার্থী থেকে পাড়ার বাসিন্দাদের এবছরের মতো ঢোকা নিষিদ্ধ করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন হাইকোর্ট জানিয়েছে, রাজ্যের ছোটো-বড় সমস্ত পুজো প্যান্ডেলই নো এন্ট্রি থাকবে। বাফার জোন ও ব্যারিকেড থাকবে প্যান্ডেল এরিয়ায়। সেখানে লেখা থাকবে নো এন্ট্রি জোন। মন্ডপে ১৫ থেকে ২৫ জনের বেশি ঢোকার অনুমতি পাবে না। এই ২০-২৫জনের নাম আগে থেকে পুজো উদ্যোক্তাদের তালিকা করে জানিয়ে দিতে হবে। সন্দেহ নেই এই রায় রাজ্য সরকার তথা রাজ্যের শাসক দলের সিদ্ধান্ত, প্রয়াস ও প্রচেষ্টার ওপর বড় ধাক্কা। দেখার বিষয় এই রায়ের বিরুদ্ধে কেউ উচ্চতর আদালতে আপিল করেন কিনা।কই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে, প্রত্যেক পুজো কমিটিকে আগে থেকে একটি তালিকা দিতে হবে যে কমিটির তরফে কারা কারা মণ্ডপে ঢোকার ছাড়পত্র পাবেন। তবে সে তালিকা কোনও মতেই ২০-২৫জনের বেশি হবে না। ফলে পাড়ার বাসিন্দাদেরও এবারে পাড়ার প্যান্ডেলে যাওয়া হবে না। পাশাপাশি আদালত জানিয়েছে, রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে অ্যাওয়ারনেশ ক্যাম্পেইন করতে হবে প্রশাসনকে।  সন্দেহ নেই এই রায় বাংলা ও বাঙালির কাছে বড় ধাক্কা। রাজ্যের কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতির ওপর বড় ধাক্কা। রাজ্যের শাসক শিবিরেও বড় ধাক্কা। কিন্তু যেহেতু এই রায় আদালতের তাই সবার কাছেই মান্যতা পাবে সমালোচনার ছাড়াই। এই রায় মুখ বুজে মেনে নেওয়া ভিন্ন কোনও গতি নাই।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.