Partha Chatterjee : মমতা ব্যানার্জীর সব ইচ্ছা সব সাধ আমরা পূরণ হতে দেবোনা।এসএসসি এর দূর্নীতি থেকে আলোচনা অন্যদিকে ঘোরাতেই এইসব করা হচ্ছে বলে অভিযোগ তুলে তৃণমূল মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভগবানপুরের নান্টু প্রধান বস্তা বস্তা টাকা তুলে দিত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে।
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এরাজ্য রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য করার প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার সিলমোহর পেলেও বিষয়টি এত সোজা নয় বলে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে কেন্দ্র সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক অনুষ্ঠান উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, বিধান পরিষদের রিজলিউশন নেওয়া সত্ত্বেও হয়নি।
আরও পড়ুন : ফের মেদিনীপুর সদর ও শালবনীর জঙ্গল থেকে পাচার শাল গাছ, বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন
বঙ্গ নামের রিজলিউশন নেওয়া সত্ত্বেও হয়নি। মমতা ব্যানার্জীর সব ইচ্ছা সব সাধ আমরা পূরণ হতে দেবোনা।এসএসসি এর দূর্নীতি থেকে আলোচনা অন্যদিকে ঘোরাতেই এইসব করা হচ্ছে বলে অভিযোগ তুলে তৃণমূল মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভগবানপুরের নান্টু প্রধান বস্তা বস্তা টাকা তুলে দিত পার্থ চট্টোপাধ্যায়ের হাতে।
আরও পড়ুন : গৃহবধূর উপর অ্যাসিড হামলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরে, ধৃত স্বামী
কোলাঘাটের অতনু গুচ্ছাইত। মোহনপুরের কালিপদ পতির মতো লোকের নাম ধরে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের কিভাবে বিশ্ববিদ্যালয়গুলিতে চাকরিতে ঢুকিয়েছে সে সব জানিয়ে কলেজ সার্ভিস কমিশনের দূর্নীতি নিয়ে আগামীকাল সরব হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক।
আরও পড়ুন : কৃষকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ! রাস্তা অবরোধ করে বিক্ষোভ মেদিনীপুর সদরে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Partha Chatterjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore