0
পত্রিকা প্রতিনিধি :মেদিনীপুর শহরের ১৪ নং ওয়ার্ডের চিড়িমারশাইতে জামাই ষষ্ঠী উপলক্ষে পুজোর আয়োজন হয়ে থাকে । ষষ্ঠী উপলক্ষে মেদিনীপুর শহরের তেলি পাড়ায় জামাই দের মঙ্গল কামনায় পূজা দেন শাশুড়িরা ষষ্ঠী মন্দিরে এবং এই পূজার উদ্যোগ নেন এই এলাকার শিক্ষক সন্তু পাল । প্রত্যেক বছর এই পূজাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা থাকে । এই পুজোর পর পুজোর প্রসাদ জামাইদের দেওয়া হয় ,তারপর অন্যান্য নিয়ম-কানুন এবং ভুরিভোজ হয়ে থাকে ।