Home » Job Fraud : অস্থায়ী চাকরির নামে প্রতারণার অভিযোগ মন্ত্রী হুমায়ুন কবীরের বিরুদ্ধে, শাস্তির দাবিতে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে

Job Fraud : অস্থায়ী চাকরির নামে প্রতারণার অভিযোগ মন্ত্রী হুমায়ুন কবীরের বিরুদ্ধে, শাস্তির দাবিতে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে

by Biplabi Sabyasachi
0 comments

Minister Humayun Kabir accused of fraud in the name of temporary job

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অস্থায়ী চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী, প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বিরুদ্ধে। প্রতারণা এবং জাত তুলে অপমানে ডেবরার এক আদিবাসী তরুণী লিখিত অভিযোগও দায়ের করেছেন। স্নাতক ওই তরুণীর নাম সবিতা লায়েক। মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ দ্রুত তদন্ত করে শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি।

Job Fraud
নিজস্ব চিত্র

জেলা শাসক দপ্তরে একটি ডেপুটেশনও দিয়েছে কমিটি। উপস্থিত ছিলেন, বিশ্বম্ভর মুড়া, অক্ষয় খান, বুদ্ধেশ্বর সরেন, সুশ্রীতা সরেন সহ অন্যান্যরা। ওই তরুণীর অভিযোগ, কারিগরি শিক্ষা দফতরে অস্থায়ী চাকরি দেওয়ার নামে মন্ত্রী হুমায়ুন কবীর তাঁকে নিজের বাড়িতে রেখে জোর করে পরিচারিকার কাজ করিয়েছেন। ঘর ঝাঁট-মোছা, কাপড় কাচা, বাসন মাজা সবই করানো হত। কাজে সামান্য ভুল হলেই মন্ত্রী ও তাঁর স্ত্রী ‘নিচু জাত’ বলে গালিগালাজ করতেন।

Advertisement

তাঁকে দফতরের নিয়োগপত্রও দেওয়া হয়নি। কাজ পছন্দ না হওয়ায় এক দিন মন্ত্রী ও তাঁর স্ত্রী তাঁকে বার করে দেন বলে অভিযোগ তরুণীর। বাড়ি ফিরে এসে বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছে স্নাতক ওই আদিবাসী তরুণী। ঘটনার নিন্দা জানিয়ে সঠিক তদন্ত করে মন্ত্রী হুমায়ুন কবীরের শাস্তির দাবি জানিয়েছেন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি। কমিটির পক্ষে বিশ্বম্ভর মুড়া বলেন, প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Job Fraud

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.