Minister convenes high level meeting in Jhargram to speed up livelihood of tribals in ‘Lamps’ Prakalpa
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লার্জসাইজ মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটিজ-এর (ল্যাম্পস) মাধ্যমে কেন্দু পাতা, শালপাতার মতো বনজ সম্পদ বিপণনে গতি আনতে হবে। সহজ ঋণে লোধা শবর সহ আদিবাসীদের জীবিকার ব্যবস্থাও করতে হবে। সোমবার ঝাড়গ্রাম সার্কিট হাউসে আদিবাসী উন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে এমন জানালেন অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বরাইক।
আরও পড়ুন:- ঝাড়গ্রামের সাঁকরাইলে বায়ুসেনার পরিত্যক্ত বোমায় ধাতব পদার্থ বের করতে গিয়ে বিস্ফোরণে গৃহকর্তার মৃত্যু, জখম ৩
আরও পড়ুন:- কাঁথিতে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার , চাঞ্চল্য এলাকাজুড়ে
বৈঠকে ছিলেন ছিলেন দফতরের প্রধান সচিব কানোয়ালজিৎ সিং চিমা, সচিব বিজন মণ্ডল, বন ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা, আদিবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান রবিন টুডু, টিডিসিসি-র চেয়ারম্যান তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, জেলাশাসক জয়সি দাশগুপ্ত, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) প্রসেনজিৎ চক্রবর্তী, মহকুমাশাসক বাবুলাল মাহাতো প্রমুখ।
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে পুলিশ ও বনদফতরকে ধোঁয়াশায় রেখে জঙ্গলে ঢুকল শিকারিরা, কমল বন্যপ্রাণ হত্যা
‘Lamps’ Prakalpa
আরও পড়ুন:- সারা বাংলা বনধ পালন করুন ! ফের ঝাড়গ্রামের নয়াগ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্য
ছথিলেন জেলার আটটি ব্লকের বিডিওরাও। বৈঠকে আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। বিভিন্ন স্কুলে আদিবাসী হস্টেল, অঙ্গনওয়আনি কেন্দ্রে কর্মী নিয়োগ, স্বনিযুকইত প্রকল্পের মাধ্যমে আদিবাসীদের জীবন জীবিকার মানোন্নয়ন জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেন মন্ত্রী।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
‘LAMPS’ Prakalpa
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore