Home » Midnapore : যুবককে বেধড়ক মেরে যুবতীকে ‘অপহরণ’, গভীর রাতে জঙ্গল সংলগ্ন গ্রাম থেকে উদ্ধার পুলিশের, রাতভর তল্লাশি, আটক ২

Midnapore : যুবককে বেধড়ক মেরে যুবতীকে ‘অপহরণ’, গভীর রাতে জঙ্গল সংলগ্ন গ্রাম থেকে উদ্ধার পুলিশের, রাতভর তল্লাশি, আটক ২

by Biplabi Sabyasachi
0 comments

Midnapore : The young woman was ‘abducted’ by beating the young man, the police rescued her from the village near the forest late at night.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসক ও নার্সিং ছাত্রী শুক্রবার সন্ধ্যায় ঘুরতে বেরিয়েছিলেন মেদিনীপুর শহর থেকে ৪ কিলোমিটার দূরে থাকা জঙ্গল সংলগ্ন ড্যাম্পের ধারে। অভিযোগ-সন্ধ্যে সাতটা নাগাদ অতর্কিতে তাদের ওপর অপরিচিত দুই যুবক চড়াও হয়ে চিকিৎসককে বেধড়ক লাঠি দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। কোনোভাবে পাশের গ্রামে সাহায্য চাইতে যায় যুবক, ততক্ষণে সঙ্গী যুবতী নিখোঁজ।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

রাত বারোটা পর্যন্ত তল্লাশি চালিয়ে পুলিশ কর্তারা উদ্ধার করলেন যুবতীকে জঙ্গল সংলগ্ন এলাকার গ্রামে থাকা একটি বাড়ি থেকে। তদন্তে নেমে দুই যুবককে আটক করে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর থেকে ৪ কিলোমিটার দূরে থাকা আমড়াতলা এলাকায়। জঙ্গলের পাশে একটি ড্যাম্প রয়েছে সেখানে। সেখানেই বিকেলের পর অনেকেই ঘুরতে যান। মেদিনীপুর শহর থেকে এক যুবক ও যুবতী যুগলে ঘুরতে গিয়েছিলেন। তারপরেই তাদের উপর আক্রমণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাতটা নাগাদ ওই যুবক রক্তাক্ত অবস্থায় পাশে গ্রামের লোকজনকে জানায় তার বান্ধবীকে মারধর করে কেউ বা কারা তুলে নিয়ে চলে গিয়েছে।

Midnapore

তাকে উদ্ধার করার অনুরোধ করেন। স্থানীয় গ্রামবাসীরা পুলিশকে জানিয়ে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা শুরু হয়। অন্যদিকে সন্ধ্যা সাতটার পর গুড়গুড়িপাল থানার বিশাল পুলিশ বাহিনী ওই ড্যাম সংলগ্ন জঙ্গলে খোঁজ শুরু করে। রাত বারোটা পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশকর্তারা খোঁজ চালান সেখানে। রাত বারোটার কিছু পরে জঙ্গলের পাশে থাকা একটি গ্রামের বাসিন্দাদের বাড়ি থেকে ওই যুবতীকে উদ্ধার করেন পুলিশকর্তারা। যে বাড়িতে রাখা ছিল সেই বাড়ির মালিক আশীষ প্রধান বলেন, “গ্রামের ছেলেরা জঙ্গলের পাশে একটি মাঠে পিকনিক করছিল।

আরও পড়ুন : ঝাড়গ্রামে বৈঠকের পর মুখ্যমন্ত্রীর প্রশংসায় কুড়মি নেতারা, এবার কি মিটবে কুড়মি জট ?

আরও পড়ুন : পথ দুর্ঘটনায় মৃত্যু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপিকা সহ চালকের

সেই সময় ওই যুবতী রাত সাড়ে ১১ টা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে তাদের কাছে হাজির হয়। তাকে উদ্ধার করে মেদিনীপুর শহরের মেসে পৌঁছে দেওয়ার কথা জানায়। গভীর রাতে এই গভীর জঙ্গল থেকে এক যুবতীকে এভাবে বেরতে দেখে সকালে আতঙ্কিত হয়ে পড়ে। যুবতী জানায় এক যুবকের সঙ্গে ঘুরতে এসেছিল। ছিনতাইকারীরা মারধর করে সব ছাড়িয়ে নিয়েছে‌। এর বেশি কিছু জানেনা। আমরা তাকে উদ্ধার করে বাড়িতে এনে রাখি এবং পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দিই।” ঘটনায় ওই যুবতীকে উদ্ধার করে তার পরিবারের লোকজনের হাতে রাতেই তুলে দিয়েছে পুলিশ। অন্যদিকে যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

ঘটনা তদন্তে নামে পুলিশ। রাতভর তল্লাশি চালিয়ে শনিবার সকালের মধ্যেই ২ যুবককে এই কাণ্ডে আটক করেছে গুড়গুড়িপাল থানার পুলিশ। ওই যুবক-যুবতীর ফোনও দুস্কৃতিরা কেড়ে নিয়েছে বলে জানিয়েছেন। ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে ড্যাম সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে। তাদের দাবি -“বহিরাগত দুষ্কৃতীরা এই ধরনের কান্ড করছে। পুলিশ কড়া ব্যবস্থা নিক।” তবে রাতে তল্লাশি চলবে বলে পুলিশের ডিএসপি অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন, “ঘুরতে আসা যুগলকে মারধরের ঘটনা ঘটেছে। যুবতীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। জঙ্গল সংলগ্ন বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছিল। পরে উদ্ধার হয়েছে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি।”

আরও পড়ুন : স্নান করতে নেমে ক্ষীরপাই কেঠিয়া নদীতে তলিয়ে নিখোঁজ ঘাটালের স্কুল পড়ুয়া

আরও পড়ুন : বিজেপির ঘাটাল-মেদিনীপুর-ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার তিন সভাপতিকেই পূনর্বহাল রাখলো রাজ্য বিজেপি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.