বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাস্তার পাশে থাকা একটি ব্যাগ মাঝে মাঝেই নড়ে উঠছে। যা দেখে সন্দেহ জাগে রিক্সা চালকদের। ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ। এমন জিনিস আগে দেখেননি তারা কেউ। মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্র কালেক্টরেট মোড়ে সেই ব্যাগ ঘিরে ছুটে আসতে হয় পুলিশকে। ব্যাগ খুললে দেখা যায় তার মধ্যে রয়েছে ভিন্ন প্রজাতির সাপ। ডাক পড়ে সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তীর। মূলত পাচারের চক্রান্ত ছিল বলেই অনুমান বনদপ্তরের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
বুধবার দুপুরে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে রাস্তার পাশে একটি ব্যাগের মধ্যে কিছু একটা মাঝে মাঝেই নড়ছে। যা দেখে সন্দেহ বাঁধে রিক্সা চালকদের। ওই এলাকায় থাকা ট্রাফিক পুলিশকে বিষয়টি জানালে তারাও এসে দেখেন। পরে অন্যান্য পুলিশ কর্মীরা এসে ব্যাগ খুলে দেখেন তার মধ্যে রয়েছে দুটি সাপ। যে সাপ এর আগে এই অঞ্চলে দেখা যায়নি। সর্পবন্ধু দেবরাজ চক্রবর্তী সাপ দুটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেন। দেবরাজ বলেন, “এই সাপ মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে দেখা যায়। সাপটির নাম রেড স্যান্ড বোয়া (Red Sand Boa)। এই সাপের কোন বিষ নেই।”
Midnapore
আরও পড়ুন : ২৪০ টাকায় ড্রাইভিং লাইসেন্সের মেলা মেদিনীপুরে, দেখে নিন কোন থানা এলাকার বাসিন্দাদের কবে সুযোগ
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
বনদপ্তরের গোপগড় বিট আধিকারিক মলয় নন্দী বলেন, “এই সাপগুলি শুষ্ক অঞ্চলে দেখা যায়। কেউ বা কারা পাচার করার চেষ্টা করছিলেন। লোকজন বুঝতে পারায় ফেলে দিয়ে পালিয়ে যেতে পারে। তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।” উল্লেখ্য, এর আগেও মেদিনীপুরে সাপ পাচারের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছিল বনদপ্তর। ফলে এদিন নতুন করে ভিন রাজ্যের সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper