বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রথের রশি ছোঁয়ার আপ্রাণ চেষ্টা। ঠেলাঠেলি, হুড়োহুড়ির মাঝে অনেকে আবার বন্দি করছেন মুঠোফোনে ছবি। রাস্তা জুড়ে মানুষের ঢল। বিকেল পাঁচটায় শতবর্ষ প্রাচীন রথের শোভাযাত্রা শুরু হয়েছে মেদিনীপুর শহরে। জগন্নাথ মন্দির সংস্কার কমিটির পরিচালনায় শোভাযাত্রায় অংশ নিয়েছে ছৌ নৃত্য সহ বিভিন্ন ব্যান্ড। রথযাত্রার উদ্বোধন করেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
উপস্থিত ছিলেন, মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জী, পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। জগন্নাথ মন্দির সংস্কারের আশ্বাস দিয়েছেন জুন মালিয়া। তিনি বলেন, মেদিনীপুরের ঐতিহ্যবাহী এই মন্দির সংস্কারের জন্য তিনি রাজ্য সরকারের হেরিটেজ দপ্তরে কথা বলবেন।” এদিন সকাল থেকেই জগন্নাথ মন্দিরে পূজার্চনা, বেদ পাঠ হয়। ভক্তরা দলে দলে এসে পুজো দিয়ে যান। বলভদ্রর তালধ্বজ রথ, সুভদ্রার দেবদলন রথ এবং জগন্নাথের নন্দী ঘোষ রথ ছাড়াও বিভিন্ন নৃত্য দল ও ব্যান্ড ছিল। রথের যাত্রাপথে রাস্তার দুধারে ভিড় মানুষের।
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরের রথের পাশাপাশি মেদিনীপুর শহরে দেখা গিয়েছে পারিবারিক রথও। আগামী সাতদিন এই রথযাত্রা উপলক্ষে মেলা বসে নতুনবাজারে। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে শহর মেদিনীপুরেও উৎসবের মেজাজ। চারিদিকে সাজ সাজ রব। পাশাপাশি গত বছর থেকে শুরু হয়েছে ইসকনের রথ। শহরের গান্ধী ঘাট থেকে সেই রথেরও সূচনা হয়েছে বিকেলে। শহর ছাড়াও গ্রামাঞ্চলেও এদিন রথের রশিতে টান দিতে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Rath Yatra 2024
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper