Suicide threat
আরও পড়ুন ঃ–স্থানীয়দের তৎরতায় ধরা পড়ল চোর, উদ্ধার চুরি যাওয়া জিনিস পত্র, মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য
পত্রিকা প্রতিনিধি: অবিলম্বে চাকরি দিতে হবে, না হলে স্বেচ্ছামৃত্যুর পথে যেতে বাধ্য হবো। এই হুঁশিয়ারি দিয়ে ২০১৪ সালের টেট (TET) পাশ প্রাথমিক চাকরি (Primary Teacher Recruitment) প্রার্থীরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাল মেদিনীপুর শহরের প্রাথমিক শিক্ষা সংসদের (Paschim Medinipur District Primary School Council) সামনে। তাদের দাবি, ২০২০ তে মুখ্যমন্ত্রীর (Chief-Minister) ঘোষণা করেছিলেন টেট পাশ সমস্ত প্রশিক্ষিতদের ধীরে ধীরে চাকরি দেওয়া হবে। তেমন ১২ হাজার পেয়েছে, বাকি ৮ হাজার প্রার্থীকেও অবিলম্বে চাকরির ব্যবস্থা করতে হবে। নইলে স্বেচ্ছামৃত্যুর হুঁশিয়ারি চাকরি প্রার্থীদের।
সোমবার দুপুরে মেদিনীপুর শহরে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অফিসের সামনে কয়েক’শ এমন চাকুরি প্রার্থী হাজির হয়েছিলেন। বিক্ষোভকারী এক চাকরি প্রার্থী অচিন্ত্য ধাড়া বলেন (Achinta Dhara), তারা সকলেই প্রশিক্ষিত ২০১৪ সালের টেট (TET Qualified) পাশ করা চাকুরিপ্রার্থী। এ পর্যন্ত প্রায় ১২ হাজার প্রশিক্ষিত টেট পাশ করা প্রার্থী চাকরি পেয়েছেন। তাই অবিলম্বে বাকিদেরও চাকরি দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রায় কুড়ি হাজার প্রশিক্ষিত প্রার্থী টেট পাশ করেছিলেন ওই সময়। রাজ্যজুড়ে তাদের মধ্যে ১২ হাজার চাকরি পেয়েছেন, এখনো প্রায় ৮ হাজার চাকরি পায়নি। পশ্চিম মেদিনীপুরের এমন প্রায় এক হাজার রয়েছে বলে তাদের দাবি। সেই সমস্ত প্রার্থীরাই শিক্ষা সংসদের সামনে এসে বিক্ষোভ দেখান। দাবি পূরণ না হলে আগস্টের শুরু থেকে কলকাতার রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Suicide threat
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore