Midnapore Durga Puja : A 65-foot original shib statue was made in Midnapore! Opening on Chaturthi to avoid crowd.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুরে এবার তৈরি হয়েছে ৬৫ ফুটের শিব মূর্তি বা আদি যোগী শিব মূর্তি। মেদিনীপুর শহরের অরবিন্দনগর টিভি টাওয়ার মাঠে শিল্পী খগেন দাস ও তাঁর পুত্র কার্তিক দাস সহ ৩৫ জন সহযোগী শিল্পীর হাতের ছোঁওয়ায় তৈরি হয়েছে এই মূর্তি। শিল্পী কার্তিক দাস জানান বংশ পরম্পরায় তারা এই পেশায় আছেন, অতীতে ভিন রাজ্যে একাধিক বার তার নিপুন শিল্প কলায় ফুটিয়ে তুলেছেন বিভিন্ন দেব দেবীর মূর্তী, তবে এরূপ বৃহদাকার আদী যোগির মূর্তি এই প্রথম বার তৈরি করছেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
প্রসঙ্গত, আদিযোগী শিব মূর্তিটি ৩৪-মিটার-লম্বা (১১২ ফুট), ৪৫-মিটার-দৈর্ঘ্য (১৪৭ ফুট) এবং ২৫-মিটার-প্রস্থের (৮২ ফুট) ইস্পাতের তৈরি একটি শিব মূর্তি, যা তামিল নাড়ুর কোয়েম্বাটুরের থিরুনামে অবস্থিত। এটি গিনেস বিশ্ব রেকর্ডে বিশ্বের “সৰ্ববৃহৎ আবক্ষ ভাস্কর্য” হিসাবে স্বীকৃতি পায়। তবে মেদিনীপুরের অরবিন্দনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির জয়েন্ট সেক্রেটারী সুরেশ আগরওয়াল ও প্রসেনজিত ঘোষ জানান, তাঁদের এই আদিযোগীর মূর্তি সম্পূর্ণরুপে ফাইবারের কাস্টিং করে তৈরী করা হয়েছে।
Midnapore Durga Puja
আরও পড়ুন : বন্যা মোকাবিলায় ঘাটালে পৌঁছালো জাতীয় এবং রাজ্য বিপর্ষয় উদ্ধারকারী বাহিনী, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক-পুলিশ সুপার সহ ঘাটালের পদস্থ আধিকারিকরা
যার উচ্চতা ৬৫ ফুট ও চওড়া প্রায় ৫৫ ফুট। এছাড়াও প্যান্ডেলের ভেতরে রয়েছে দ্বাদশ জ্যোর্তিলিঙ্গ। বিগত কয়েক বছর ধরেই জেলার দুর্গোপুজোর অন্যতম আকর্ষণ ছিল অরবিন্দনগরের পুজো। তাঁদের এই প্যান্ডেল অন্যান্য বছরের মতোই দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা।\
আরও পড়ুন : ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন, অ্যাকাউন্ট থেকে দু’দফায় কুড়ি হাজার টাকা গায়েব
আরও পড়ুন : IIT Delhi ও Kharagpur এর উদ্যোগে Robotics এর প্রশিক্ষণ শিবির মেদিনীপুর কলেজে
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper