বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে প্রথম প্রার্থী ঘোষণার পর প্রথম মনোনয়নও জমা দিলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। বুধবার দুপুরে সুসজ্জিত শোভাযাত্রা মেদিনীপুর শহর পরিক্রমা করে মেদিনীপুর সদর মহকুমা শাসক অফিসে মনোনয়ন জমা করলেন তিনি। পঞ্জিকার সময় অনুসারে দিনক্ষণ মেপে ৩ টা ৪৬ এ মনোনয়ন জমা দেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বিজেপি নেতা দিলীপ ঘোষ, সাংসদ সৌমেন্দু অধিকারী, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী শুভজিৎ গত তিনবার নির্বাচনে লড়াই করেছিলেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
২০১১ সালে বিধানসভা নির্বাচনে লড়াই করে হেরেছিলেন। ২০১৯ ও ২০২৩ সালে পৌরসভা নির্বাচনে অংশ নিয়েও হেরেছিলেন। কোনবারেই জয়ী হতে না পারা এই শুভজিৎ রায়-কেই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছে দল। তিনদিন ধরে প্রচারের পর বুধবার বেলা বারোটা নাগাদ মেদিনীপুর শহরের কালীমন্দিরে পুজো দিয়ে শোভাযাত্রা বের করেন মেদিনীপুর শহরের রাস্তায়। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ সহ দুই বিজেপি সাংসদ। শুভজিৎ বলেন, “পঞ্জিকার নিয়ম মেনে নির্দিষ্ট সময়ে এই মনোনয়ন জমা করছি।
Midnapore Assembly Election
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
ইতিপূর্বে ২০১১-তে আমাদের বিজেপির কোন সংগঠন তেমন ছিল না এই জেলাতে। তারপরেও যে দুটি নির্বাচন হয়েছে সেখানেও পুলিশের পক্ষপাতিত্ব ছিল। তাই আমাকে তিনটি নির্বাচনে হারতে হয়েছিল। এবার পরিস্থিতি একেবারেই অনুকূল। এবার আর জয়ের ক্ষেত্রে আমাদের কোন বাধা নেই।” দিলীপ ঘোষ বলেন, “মানুষ এবারে এই রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে সরব হয়েছে। দল শুভজিৎ রায়ের মতো একজন আইনজীবী ও সজ্জন ব্যক্তিকে প্রার্থী করেছে। তার জয় এবারে নিশ্চিত। আমরা সকলেই তার পাশে আছি।”
এদিন রাজ্যের বিভিন্ন স্থানে ইডি-র অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এই অভিযান চলতেই থাকবে। বহু জায়গাতেই দুর্নীতি বিভিন্ন ক্ষেত্রে করেছে এ রাজ্য সরকারের নেতা-মন্ত্রীরা। অভিযান চলবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” একইসঙ্গে ঘূর্ণিঝড় ডানা প্রসঙ্গে বলেন, “রাজ্য সরকারের কাছে খুন-ধর্ষণ মোকাবিলার জন্য যেমন কোন ব্যবস্থা নেই, ঠিক একইভাবে এই ধরনের কোন দুর্যোগ হলে তার মোকাবিলার কোন পরিকাঠামো নেই। সেই দিল্লি থেকে, না হলে উড়িষ্যা থেকে উদ্ধারকারী এনডিআরএফ-কে ছুটে আসতে হয়। এই রাজ্য একেবারে পরিকাঠামোহীন।”
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Midnapore Assembly Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper