Wild elephant
আরও পড়ুন ঃ–প্রয়াত মেদিনীপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রণব বসু
পত্রিকা প্রতিনিধিঃ খাবারের খোঁজে ফের হাতির তান্ডব পশ্চিম মেদিনীপুর(West Medinipur) জেলার মেদিনীপুর(Medinipur) সদর ব্লকের গুড়গুড়িপাল এলাকায়। তান্ডবের জেরে ভাঙল ৬ টি কাঁচাবাড়ি।
ইতিমধ্যে এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আর হাতিদের তান্ডবে জমিতে নেই ফসল। পেট ভরাতে লোকালয়ের বাড়ির সামনে গিয়ে ধান চালের খোঁজে ঘুরে বেড়াচ্ছ তারা। আর লোকালয়ে হাতির প্রবেশ ঘিরে বাড়ি ভাঙার ঘটনাও পিছু ছাড়ছে না স্থানীয়দের।সেই মতো রবিবার রাতে ফের ৬ টি হাতির(Elephant) একটি পাল চাঁদড়া এলাকার জঙ্গল ছেড়ে প্রবেশ করে এনায়েতপুর গ্রামে।এরপর হানা দিয়ে ধানের গোডাউন ও একটি বাড়ির দেওয়ালের বেশকিছুটা অংশ ভেঙে দেয়।তবে ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তাড়া খেয়ে পাশের গ্রাম পলাশিয়াতে প্রবেশ করে চারটি বাড়ি ভেঙে দেয় বুনোহাতির দল কোনো রকমে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা।
স্থানীয় বাসিন্দা অরুন দোলই বলেন, “বাড়িতে রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম। হঠাৎ হাতির গর্জনের শব্দ শুনে জেগে ওঠে দেখি পাশের বাড়ি ভাঙছে হাতি। তার কয়েক মিনিট পর আমার বাড়ির ইঁটের দেওয়াল ভেঙে ফেলে। বিছানা ছেড়ে না উঠলে ইঁট চাপা পড়ে যেতাম।” এদিন দুটি গ্রাম মিলিয়ে মোট ৬ টি বাড়ি কমবেশি ভাঙার পাশাপাশি ক্ষতি করে ধানের চারা গাছের। খবর পেয়ে ঘটনাস্থলে রাত থেকে পৌঁছায় বন কর্মীরা। হাতিগুলিকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠালেও আতঙ্ক থাকছে ফের হানার।এরপর সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে যান গুড়গুড়িপাল(Gurguripal) বনদপ্তরছর কর্মীরা। ক্ষতিপূরণ না পাওয়া নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বহুবার এর আগেও বাড়িঘর ভেঙেছে বুনোহাতি(Wild elephant)
। জমির ফসলের ক্ষতি করেছে তারা। আজ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাইনি।” অপরদিকে বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে সবাইকে। হাতির পালকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Wild elephant
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore