Home » এবার মেদিনীপুর সদর ব্লকের কালগাং সংলগ্ন এলাকায় হায়দ্রাবাদ ফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত

এবার মেদিনীপুর সদর ব্লকের কালগাং সংলগ্ন এলাকায় হায়দ্রাবাদ ফেরত ব্যক্তি করোনায় আক্রান্ত

by Biplabi Sabyasachi
0 comments

পত্রিকা প্রতিনিধি: কালগাং মালিয়াড়া এলাকায় একজন কোরোনা রোগী ধরা পড়ায় এলাকায় কনটেইনমেন্ট ঘোষণা করল পুলিশ প্রশাসন l দোকানপাট সব বন্ধ এবং কন্টেইনমেন্ট এর ফলে এলাকার মানুষ কোথাও বেরোতে পারবে না এই নির্দেশের ফলে এলাকার সরগরম হয়ে ওঠে l এলাকার মানুষের ক্ষোভ বাইরে থেকে লোক এনে ইচ্ছে করে করোনা আক্রান্ত সংখ্যা বাড়িয়ে আমাদের পেটে লাথি মারছে কিছু স্থানীয় নেতা l আমরা এখন কোথায় যাবো কি খাব এর দায়িত্ব নেবে কে l এই নিয়ে এক প্রস্থ বিক্ষোভ ছড়িয়ে পড়ে এই সংশ্লিষ্ট এলাকায় l উল্লেখ্য এই করোনা আক্রান্ত ব্যক্তি এই মালিয়াড়া এলাকার কোন একজন আত্মীয়র বাড়িতে এসেছিল হায়দ্রাবাদ থেকে কয়েক দিন আগে l পেশায় রংমিস্ত্রি lএরপর সে গতকাল বিভিন্ন জায়গায় বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরাঘুরি করে l যার ফলে কারা কারা সংক্রমিত তার সংসর্গে সেই নিয়ে যে চাঞ্চল্য l

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.