বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মাঝেমধ্যেই ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। তাকে মাথায় নিয়েই শহর থেকে গ্রাম নিজের বিধানসভায় এলাকা চষে বেড়ালেন প্রার্থীরা। কেউ দিলেন মন্দিরে পুজো, কেউ জনসাধারণের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত। রবিবারের প্রচারে জনসংযোগে খামতি রাখতে চাননি প্রার্থীরা। আগামী ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group 1: Click Here
For WhatsApp Group 2: Click Here
নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা, বিজেপির প্রার্থী হয়েছেন শুভজিৎ রায়, বামফ্রন্টের প্রার্থী মণিকুন্তল খামরই এবং কংগ্রেসের প্রার্থী হয়েছেন শ্যামল ঘোষ। এদিন সকালে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা নিজের স্কুটি নিয়েই প্রচারে বেরিয়ে পড়েন শালবনী ব্লকের বিভিন্ন গ্রামে। গড়মাল গ্রাম পঞ্চায়েতের সাওড়া বুথে শীতলা মন্দিরে পুজোও দেন তিনি। পরে বাড়ি বাড়ি প্রচার এবং কর্মীদের সঙ্গে বৈঠক করেন।
Medinipur
আরও পড়ুন : প্লাবিত ঘাটাল, মেদিনীপুর শহরেও বাড়িতে ঢুকলো জল
আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, শালবনী ব্লক সভাপতি মাননীয় জ্যোতিপপ্রসাদ মাহাত, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মামনি মান্ডি সহ অন্যান্যরা। অন্যদিকে সকালে মেদিনীপুর শহরের কোতয়ালি বাজারে জনসংযোগে বের হন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। পরে গ্রামীণ এলাকার বরগাদা পালুইবুনি এলাকায় জনসংযোগ ও সাংগঠনিক বৈঠক করেন। পাশাপাশি বামফ্রন্ট প্রার্থী মনিকুন্তল খামরই রাজাবাজার এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে জনসংযোগে বের হন।
আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার
আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Medinipur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper