Mamata Banerjee said we could not be entered Khejuri due to CPIM’s tyranny, where were the traitors at that time.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুর জেলা সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, তিনদিনের সফরে পূর্ব মেদিনীপুর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরে তিনি নিজে হাতে প্রায় ৪৭৫ কোটির পরিষেবা প্রদান করেন।জেলাশাসক জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কর্মসূচি থেকে পরিষেবা পাবেন জেলার ২ লক্ষ ৯৮ হাজার মানুষ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
এছাড়াও পূর্ব মেদিনীপুরে ১ এপ্রিল থেকে শুরু হয়ে দুয়ারে সরকারের ক্যাম্প। সেই ক্যাম্প থেকে মানুষকে কীভাবে দ্রুত পরিষেবা প্রদান করা হবে সেই রূপরেখাও বানিয়ে ফেলেছে জেলা প্রশাসন। ২০ দিনের মধ্যে যাতে জেলার প্রত্যেকে পরিষেবা পান, তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন জেলাশাসক। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“আমি রাস্তা তৈরি করছি। ওরা রাস্তা ভাঙছে। একটা আইন তৈরি হয়েছে, যেখানে কেউ যদি সরকারি সম্পত্তি নষ্ট করে তাহলে সরকার আপনার জমি অ্যাটাচ করে নিলাম করে দেবে। নিলামে বিক্রি হবে।
Mamata Banerjee
সেই টাকায় পৌঁছবে যাঁদের বাড়ি ঘর পুড়েছে তাঁদের কাছে।” “কেন্দ্র ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে। এরা পাপী। ১৭ লক্ষ লোকের টাকা দেয়নি। বাংলার বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে। ১২ হাজার কিমি রাস্তা আমাদের টাকা। দিল্লির টাকা নয়।দিল্লিতে দুজন মারা গিয়েছেন। তাঁদের আমরা ক্ষতিপূরণ দিয়েছি। যাঁদের কেউ বাইরে কাজ করেন তাঁদের কারোর যদি খবর না পান, একটা অ্যাপ আছে, আপন বাংলা। সেখানে ক্লিক করে আপনার সমস্যা জানান। সরকার সাহায্য করবে।তাছাড়া খুব শ্রীঘ্রই পুরীর মতো জগন্নাথ মন্দির দিঘাতেও তৈরি হচ্ছে।
এখন যাঁরা বলছে নন্দীগ্রামে ঢুকতে দেব না। এখানকার ছেলেমেয়েদের জেলে পাঠিয়েছে। নির্বাচনের পরে নাকি বাবুর গায়ে আঁচড় লেগেছে। একটুও লাগেনি। নন্দীগ্রামে ভোটে লড়তে এসে ওরা আমার পা ভেঙে দিয়েছিল। আমার পায়ে এখনও দাগ রয়েছে। ভাল হয়নি। পুরো ফুলে গিয়েছিল। তারপরও আমি চ্যালেঞ্জ করে হুইলচেয়ার নিয়ে মিছিল করেছিলাম। সিপিএম-এর আমলে দেখছি গুন্ডাবাজি, পুকুরে বিষ মিশিয়ে দেওয়া, মানুষের পা কেটে দেওয়া, মানুষকে বয়কট করা, নরমুন্ডু নিয়ে খেলা করা।
আর বিজেপির আমলে দেখছি দাঙ্গাবাজি।যাঁরা আমাদের থেকে খেয়ে গিয়ে এখন আমাদের বদনাম করছেন আমি তাঁদের জন্য শুধু বলি ঈশ্বর-আল্লা তেরো নাম, সবকো সুমতি দে ভগবান, আমি বলি আল্লা তালা দোয়া করো যেন আমি সহ্য করতে পারি, ঈশ্বরকে বলি যেন সহ্য করতে পারি।নন্দীগ্রামে সূর্যোদয়ের নামে দশদিন কাউকে বেরতে দেওয়া হয়নি। ১৪ মার্চ যখন গুলিতে মারা গিয়েছিল, সেই সময় খেজুরি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হত না। সেই সময় গদ্দাররা মাঠে ছিল না। লুকিয়ে বসেছিল।
আমি সেই সময় ২৬ দিন অনশন করেছিলাম। ১৪ মার্চের গুলিকাণ্ডের পর আমি ছুটে এসেছিলাম।চণ্ডীপুরে আমার গাড়ি আটকে পেট্রল বোমা মারতে গিয়েছিল। কোলাঘাটে আমার গাড়িতে মদের বোতল ছোড়া হয়েছিল। আমার উপর অনেক অত্যাচার হয়েছে। আমি যত দিন বাঁচব আমার আন্দোলন কেউ রুখতে পারবে না। আমার সংগ্রামী জীবন কেউ রুখতে পারবে না। আমি মানুষের সঙ্গে ছিলাম আছি থাকব।এবার দুয়ারে সরকার বুথে-বুথে হচ্ছে।
আগে লাট সাহেবের মতো বসে থাকত রাজ্য সরকার। তারা গ্রামে যেত না। আমাদের সরকার আপনার বুথে এসে পরিষেবা দিচ্ছে।৩কোটি ছেলে মেয়েদের স্কলারশিপ পাচ্ছে। এবার আবার ৪০ লক্ষ পাবে। এখন বুথে বুথে দুয়ারে সরকার হচ্ছে। যাঁদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তাঁরাও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। ৬০ বছরের উর্ধে ব্যক্তিরাও লক্ষ্মীর ভান্ডার পাবেন। এদিন তিনি রমজান মাসের শুভেচ্ছার পাশাপাশি শুভনববর্ষের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : কলাইকুন্ডা ও মানিকপাড়ায় তাণ্ডব চালানো হাতির পাল ঘিরে আতঙ্ক মেদিনীপুর সদরে, হুলা টিমকে ঘিরে বিক্ষোভ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Mamata Banerjee
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper