ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : এরাজ্যের পূর্ব মেদিনীপুরের সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের সাফল্য শব্দটির বহু পুরনো যোগ রয়েছে। গত কয়েক বছর ধরে গোটা রাজ্যে পাশের হারের নিরিখে প্রথম স্থান দখল করে আসছে পূর্ব মেদিনীপুর। ২০২৩ সালে পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হারের তুলনায় পূর্ব মেদিনীপুরের পরে ছিল কালিম্পং। কিন্তু, ২০২৪ মাত্র এক বছরের ব্যবধানেই সব হিসাব উলটে পালটে গেল। কালিম্পং মাধ্যমিকে পাশের হারের নিরিখে উঠে এল প্রথম স্থানে। জায়গা হারিয়ে দ্বিতীয়তে পর্যায়ে পূর্ব মেদিনীপুর জেলা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
উল্লেখ্য, এবার মাধ্যমিকে প্রথম দশে রয়েছে ৫৭ জন। তাঁদের মধ্যে পূর্ব মেদিনীপুরের সাত জন পড়ুয়া রয়েছে। এগরা মহকুমার ৩ পরীক্ষার্থী এবার মেধা তালিকায় । এগরা জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সুপম রায় সপ্তম স্থানাধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৭ , অপরদিকে এগরা রামকৃষ্ণ শিক্ষামন্দির হাইস্কুলের দুই ছাত্র সাগর জানা ও সায়ক শাসমল নবম স্থানাধিকার করেছে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৫। পাশাপাশি হলদিয়ার বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের দুই পরীক্ষার্থী মেধা তালিকায় রয়েছে। একজন সপ্তম স্থানে এবং অন্যজন নবম স্থানে। কৌস্তভ মাল হয়েছে সপ্তম এবং সাগ্নিক ঘটক হয়েছে নবম। পাশাপাশি দশম স্থানাধিকার করেছে কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র
ঋতম দাস। তার প্রাপ্ত নম্বর ৬৮৪।
Madhyamik Result Update
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
প্রসঙ্গত , গত কয়েক বছরে মাধ্যমিকে পাশের হারের গণ্ডি ৯০ শতাংশ পার করতে পারেনি। এই বছরও সেই চিত্রটা বদলায়নি। ২০২২ সালে পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। ২০২১ সালে করোনা আবহে ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশন পদ্ধতিতে মূল্যায়ন করা হয়। ২০২০ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.৩৪ শতাংশ, ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.০৭ শতাংশ, ২০১৮ সালে সেই পরিসংখ্যানটা ছিল ৮৫.৪৯ শতাংশ।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Madhyamik Result Update
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper