Home » Loksabha Election 2024 : মার্চের প্রথম সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট জারি হতে পারে! জেলাজুড়ে ভোট প্রস্তুতি তুঙ্গে

Loksabha Election 2024 : মার্চের প্রথম সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট জারি হতে পারে! জেলাজুড়ে ভোট প্রস্তুতি তুঙ্গে

by Biplabi Sabyasachi
0 comments

Loksabha Election 2024

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ভোট ঘোষণার আগেই ভোট পরিচালনার জোর প্রস্তুতি জেলাজুড়ে। সুষ্ঠভাবে ভোট প্রক্রিয়া সফল করতে তৈরি হয়ে গিয়েছে স্পর্শকাতর বুথের তালিকা। ভোট পরিচালনার কাজে যুক্ত পদস্থ সরকারি কর্মীদের ট্রেনিং সম্পূর্ণ, একপ্রস্থ ট্রেনিং সম্পূর্ণ হয়েছে পুলিশ অফিসারদের। বুথে বুথে যে সকল সরকারি কর্মী ভোট নিতে যাবেন তাঁদের তালিকা চুড়ান্ত। জেলা মহকুমা এবং ব্লক স্তরে তৈরি হয়ে গিয়েছে এক এক ধরনের কাজের জন্য এক একটি সেল।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Loksabha Election 2024

প্রত্যেক সেলে রয়েছেন একজন অফিসার এবং একাধিক কর্মী। পরিবহন সেলের তরফে ভোট পরিচালনার জন্য গাড়ি নেওয়ার কাজ প্রায় সম্পূর্ণ। ভোটের কাজে বড় ভুমিকা থাকে সেক্টর অফিসারদের, তাঁদের তালিকা এবং ট্রেনিং হয়ে গিয়েছে জেলাস্তরে। জেলার এক পদস্থ অফিসার সূত্রে খবর, ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট প্রক্রিয়ার যাবতীয় কাজ চলছে। ভোটের নির্ঘণ্ট জারি হলেই সমস্ত প্রশাসনিক কর্তার নিয়ন্ত্রণ কমিশনের হাতে চলে যাবে। তিনি বলেন লোকসভা ভোট অন্যান্য ভোটের তুলনায় অনেকটাই আলাদা। ভোটের কাজে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। ইলেকশন ঘোষণা হলেই লাগু হয়ে যাবে আদর্শ আচারণ বিধি।

Loksabha Election 2024

ভোটের নিয়মভঙ্গের কোনো অভিযোগ হলেই তৎক্ষনাৎ ব্যবস্থা গ্রহন করতে হবে। ভোটের দিনের আগে থেকেই এলাকায় ঘুরে বেড়াবে ফ্লাইং স্কোয়াড এবং কুইক রেসপন্স টিম নামে একাধিক টিম, সেই টিমে লোকাল পুলিশের সাথে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সন্ত্রাসের আবহাওয়া দেখলেই সেই টিম রেয়াত করবে না কাউকে , তাঁদের হাতে থাকবে ম্যাজিস্ট্রেট পাওয়ার। প্রত্যেক বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাহিনীর সদস্যরা বুথের বাইরেও পাহাড়া দেবে। ভোট সন্ত্রাস নিয়ে কোনো অভিযোগ থাকলে মোবাইল অ্যাপ বা অনলাইনে বাড়িতে বসেই অভিযোগ আকারে তা জানাতে পারবেন সাধারণ ভোটাররা। অভিযোগ জানালেই এলাকার লোকেশন ও অভিযোগের বিষয়বস্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দিল্লীতে। ততক্ষনাৎ এই অভিযোগ নিস্পত্তি করতে হবে জেলাশাসক, এস.ডি,ও বিডিও-দের।

আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে

আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর

প্রসঙ্গত এবারের লোকসভা ভোট বাংলা জুড়ে অনেকটাই কড়াকড়ি হতে চলেছে মত রাজনৈতিক মহলের। সেই পদক্ষেপ অনুযায়ী মার্চের শুরুতেই বাংলায় জেলায় জেলায় পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী। প্রথম সপ্তাহেই ১৫০ টি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে জেলাতে। ধাপে ধাপে পৌঁছাবেন আরও। বাহিনী এলেই গ্রামে গ্রামে শোনা যাবে কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের আওয়াজ, প্রত্যন্ত গ্রাম ও শহর তলিতে ঘুরে বেড়াবেন শসস্ত্র বাহিনী, স্পর্শকাতর বা ঝামেলা প্রবন এলাকায় ভোটারদের আস্থা ফেরাতে এবং ভয় দূর করতে রুট মার্চ করবেন জোয়ানরা, সাথে থাকবেন স্থানীয় পুলিশ। কথা বলেবেন সাধারণ মানুষের সাথে। ৩ রা মার্চ রজ্যে আসছেন দিল্লী নির্বাচন কমিশনের একটি টিম। রাজ্যের ভোট পরিস্থিতি ক্ষতিয়ে দেখার পাশাপাশি প্রত্যেক জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকদের নিয়ে একটি বৈঠক করবেন বলে জানা গিয়েছে। মোটের উপর নির্ঘন্ট ঘোষণার আগেই জেলাজুড়ে ভোট প্রস্তুতি তুঙ্গে। শান্তিপূর্ণ ভোট হোক দাবি সাধারণ ভোটারদের।

আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে

আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Loksabha Election 2024

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.