Home » Lok Sabha 2024 : বিতর্ক এড়াতে ভোট কেন্দ্রের এক’শো মিটার এবং দু’শো মিটারে দাগ নির্বাচন কমিশনের

Lok Sabha 2024 : বিতর্ক এড়াতে ভোট কেন্দ্রের এক’শো মিটার এবং দু’শো মিটারে দাগ নির্বাচন কমিশনের

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ভোট কেন্দ্রের ১০০ মিটার এবং ২০০ মিটার দূরত্বের মধ্যে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত বিশেষ কিছু বিধি নিষেধ জারি থাকে নির্বাচন কমিশনের। ভোটের দিন কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের দলীয় পতাকা ফেস্টুন ব্যানার রাখা চলে না। রাজনৈতিক দলগুলি চেয়ার টেবিল নিয়ে বা চাটা মিলে যে ক্যাম্প বসায় সেই ক্যাম্প কেন্দ্রের চারিদিকে ২০০ মিটারের মধ্যে নিষিদ্ধ। আর কেন্দ্রের ১০০ মিটার পর্যন্ত এলাকা ভোটের আগের দিন থেকেই চরম বিধিবদ্ধ এলাকা হিসেবে নির্ধারিত থাকে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Lok Sabha 2024
নিজস্ব চিত্র

এই ১০০ মিটারের মধ্যে থাকবে না কোনো অবৈধ জমায়েত, রাজনৈতিক দলের অফিস বা কার্যালয়, পার্কিং জোন প্রভৃতি। এবং ভোট গ্রহণের আগের দিন থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ১০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি থাকে কমিশনের। এই ১০০ মিটারের মধ্যে প্রবেশাধিকার থাকে সাধারণ ভোটার, নিরাপত্তা বাহিনী এবং ভোটের কাজে যুক্ত অফিসার এবং কর্মীদের। নির্বাচনের আদর্শ আচরণ বিধি অনুযায়ী ভোট কেন্দ্রের ১০০ মিটার এবং ২০০ মিটারের মধ্যে এই সকল বিধিনিষেধ মানতেই হবে প্রত্যেক রাজনৈতিক দল ভোটার এবং আমজনতাকে। কিন্তু বিভিন্ন সময় দেখা যায় ভোট কেন্দ্র থেকে ঠিক কতদূর পর্যন্ত ১০০ মিটার এবং কতদূর পর্যন্ত ২০০ মিটার এলাকা, এই নিয়েই বিতর্ক দানা বাঁধে।

আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত

আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

Lok Sabha 2024

কখনও রাজনৈতিক দলের ক্যাম্প বসানো নিয়ে এক দলের সাথে আরেক দলের দ্বন্দ্ব আবার কখনও ভোট পরিচালকদের সাথে অবৈধ জামায়েত নিয়ে বিতর্ক তৈরি হতে দেখা দিয়েছে বিগত রেকর্ডে। চলতি লোকসভা ভোটের দ্বিতীয় দফায় বালুরঘাট কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে শাসক দলের তুমুল বাকবিতণ্ডা তৈরি হয়েছিল এই মাপ নিয়েই। বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ ছিল শাসক শিবির যে দলীয় ক্যাম্প করেছে তা ২০০ মিটারের মধ্যে, অন্যদিকে রাজ্যের শাসক দল হিসেবে তৃণমূলের দাবি তাঁদের ক্যাম্প ২০০ মিটারের বাইরে। এই নিয়েই তুমুল বাক বিতন্ডা তৈরি হয়েছিল।

পরে বিশাল পুলিশ বাহিনী ও কমিশিন কর্তাদের হস্ত ক্ষেপে তা নিয়ন্ত্রণ হয়। এবার সেই ধরনের কোনো বিতর্ক এড়াতে ঘাটাল সহ জেলার ভোট কেন্দ্র গুলিতে ভোট কেন্দ্রের বাইরের চতুর্দিকে ১০০ মিটার এবং ২০০ মিটার পয়েন্ট পর্যন্ত মাপজপো করে রং তুলি দিয়ে দূরত্ব নির্দিষ্ট করা শুরু করেছে জেলা নির্বাচনি অধিকারিক। এবিষয়ে ঘাটালের বিডিও অভিক বিশ্বাস, দাস পুর ১ ব্লকের বিডিও… বলেন জেলা নির্বাচনি আধিকারিক তথা জেলা শাসকের নির্দেশ মত ভোট কেন্দ্র গুলিতে এই নির্দিষ্ট মাপের দাগ কেটে দেওয়ার চেষ্টা চলছে, যতটা সম্ভব তা করা হবে, তবে সব কেন্দ্রেই যে করা সম্ভব হচ্ছে তা নয়, বিতর্ক এড়াতে যতটা সম্ভব তা করা হবে। চেষ্টা চলছে, যতটা সম্ভব তা করা হবে, তবে সব কেন্দ্রেই যে করা সম্ভব হচ্ছে তা নয়, বিতর্ক এড়াতে যতটা সম্ভব তা করা হবে।

আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা

আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Lok Sabha 2024

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.