পত্রিকা প্রতিনিধি : করোনা সংক্রমণ রুখতে এবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হল পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকে। লকডাউনের আওতায় আনা হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েতকে।সবং ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে গতকয়েদিনে ব্লকে করোনা আক্রান্তের সংখ্য বেড়েই চলছে,সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুক্রবার পর্যন্ত টানা চারদিন সবং ব্লক জুড়ে লকডাউন আরোপ করা হয়েছে। ইতিমধ্যে তেমাথানি থেকে দশগ্রাম ও মোহাড় পর্যন্ত সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনে চিকিৎসা পরিষেবা ও নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া সমস্ত দোকান-বাজার বন্ধ থাকবে।ব্লক জুড়ে সম্পূর্ণ লকডাউন জারি হওয়ার কারণে এলাকাগুলিতে টানা চারদিন লকডাউন পালিত হবে। এর জেরে করোনা সংক্রমণ অনেকাংশে রোখা যাবে বলে মনে করছে প্রশাসন।গতকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে এলাকা জুড়ে মাইকিংয়ের পাশাপাশি লিফলেট বিলি করে করে ললকডাউন মানতে নির্দেশ দেওয়া হয় এলাকাবাসীদের।
0
previous post