বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বজ্রপাতে মৃত্যু হলো দু’জনের। ঘটনাটি রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে। মৃত দু’জন হলেন রামু সরেন (৫১), বাড়ি শালবনী ব্লকের কাশীজোড়া অঞ্চলের দেউলকুন্ডা গ্রামে। অপরজন শালবনীর চাকতারিণী এলাকার বাসিন্দা ভারতী হেমব্রম (৪০)। দুজনেই কৃষি জমিতে কাজ করতে ছিলেন। জানা গিয়েছে, কৃষি জমিতে কাজ করার সময় এদিন বিকেলে বজ্রপাত হয়।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : স্কুলের নাম করে লুকিয়ে ঘুরতে বেরিয়েছিল পাঁচ বন্ধু, মেদিনীপুরে জলাশয়ে ডুবে মৃত এক ছাত্র
সেই সময় কৃষি জমিতেই লুটিয়ে পড়েন তারা। অনেকক্ষণ পর স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।


ওই সময় কাছাকাছি কেউ না থাকায় দেখতে পায়নি। না হলে দ্রুত উদ্ধার করতে পারলে হয়তো বাঁচানো সম্ভব হতো বলে মনে করছেন অনেকে। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসের এক বিকেলে শালবনীর কাশিজোড়া এলাকায় চারিদিকে মেঘ কালো করে আনলে তড়িঘড়ি কৃষি জমি থেকে বাড়ি ফিরছিলেন কৃষকরা। সেই সময় বজ্রপাতে মৃত্যু হয়েছিল সাবিত্রী মাহাতো নামে এক মহিলার। আহত হয়েছিলেন ৭ জন। মৃতের পরিবারকে সরকারি সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lightning deaths
Biplabi Sabyasachi Largest Bengali Newspape